পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু, প্রচারে উন্নয়নের খতিয়ান

উন্নয়নের খতিয়ান তুলে ধরেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বৈঠক হল। পুরসভার মতোই জোর দিতে হবে পঞ্চায়েত নির্বাচনেও

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : উন্নয়নের খতিয়ান তুলে ধরেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বৈঠক হল। পুরসভার মতোই জোর দিতে হবে পঞ্চায়েত নির্বাচনেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন। দলনেত্রীর নির্দেশ পালন করে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক প্রতিটি ব্লকে করছেন বৈঠক। শুনছেন এলাকাবাসীদের অভাব-অভিযোগও।

আরও পড়ুন-ভাঙন রোধে সাড়ে ৫ কোটি

এই বৈঠকগুলিতে প্রত্যেক পঞ্চায়েত সদস্যের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের কোহিনুর, মাহকালগুড়ি, মাঝের ডাবরি, কোহিনুর, শামুকতলা, ট্যাটপাড়া অঞ্চলের অঞ্চলভিত্তিক সভা অনুষ্ঠিত হল শামুকতলায়। ছিলেন সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার, গঙ্গাপ্রসাদ শর্মা, আইএনটিটিইউসির সভাপতি বিনোদ মিঞ্জ প্রমুখ। সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, ‘‘রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত ধরে হবে আরও উন্নয়ন। মানুষ সাড়া দেবেন। আমাদের ভরসা আছে।’’

Latest article