ভাঙন রোধে সাড়ে ৫ কোটি

এই মুহূর্তে নদীবাঁধ থেকে গঙ্গার দূরত্ব মাত্র ৫০ মিটার। ফলে সমগ্র কালিয়াচক ২ নম্বর ব্লক জুড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

Must read

সংবাদদাতা, মালদহ : ভাঙন প্রতিরোধে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সেচ দফতর। বৃহস্পতিবার বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোতকস্তুরী গ্রামে ৫০০ মিটার ভাঙন প্রতিরোধের কাজের সূচনা করেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। প্রসঙ্গত, বিগত কয়েক বছর থেকে বাঙ্গিটোলা জোতকস্তুরী এলাকায় ভাঙন অব্যাহত ছিল। ইতিমধ্যেই সেচ দফতর ভাঙন প্রতিরোধের জন্য ডিপট্রিজের কাজ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন-নৈহাটিতে গাড়ির শোরুমে ক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধার

এই মুহূর্তে নদীবাঁধ থেকে গঙ্গার দূরত্ব মাত্র ৫০ মিটার। ফলে সমগ্র কালিয়াচক ২ নম্বর ব্লক জুড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় মানুষ ভাঙন প্রতিরোধের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে দরবার করেন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, কেন্দ্রীয় সরকার কোনওরকম সাহায্য করছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা জুড়ে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে।

Latest article