মিড ডে মিলে রোজ ডিম, উপস্থিতি ৯০ শতাংশ

মিড ডে মিলের মেনুতে প্রতিদিন ডিম। আর তাতেই চমৎকার। স্কুলে উপস্থিতি এক ঝটকায় বাড়ল ৯০ শতাংশ।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : মিড ডে মিলের মেনুতে প্রতিদিন ডিম। আর তাতেই চমৎকার। স্কুলে উপস্থিতি এক ঝটকায় বাড়ল ৯০ শতাংশ। চোপড়া ব্লকের অঙ্গনওয়াড়ি স্কুলগুলিতে প্রতিদিন মিড ডে মিলে পড়ুয়াদের পাতে দেওয়া হচ্ছে ডিম। অঙ্গনওয়াড়ির কর্মী সংগঠন সভাপতি গায়ত্রী সরকার বিশ্বাস বলেন, “আগে সপ্তাহে ৩-৪দিন ডিম দেওয়া হত। করোনার পর এমনিতেই পড়ুয়াদের উপস্থিতির হার কম ছিল।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু, প্রচারে উন্নয়নের খতিয়ান

কিন্তু এখন প্রতিদিন ডিম দেওয়ার ফলে উপস্থিতির হার অনেক বেড়েছে। আমরাও ওদের পাতে ভাল খাবার তুলে দিতে পেরে খুশি।’’ প্রসঙ্গত, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই রান্না করা খাবার দেওয়া শুরু হয়। করোনা আবহে প্রতিমাসেই সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের মাথাপিছু খাদ্যসামগ্রী বিলি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কেন্দ্রগুলিতে রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতিও। আগে যেখানে মিড ডে মিলের মেনুতে সপ্তাহে ৩-৪ দিন ডিমভাত থাকত। বাকি দিনগুলিতে খিচুড়ি বা সবজি ভাত দেওয়া হত। গত ফেব্রুয়ারি মাস থেকে সপ্তাহে প্রায় প্রতিদিন ডিমভাত চালু হওয়ায় পড়ুয়াদের উপস্থিতি অনেকটা বেড়েছে চোপড়া ব্লকে। উল্লেখ্য, এই ব্লকে মোট ৩৬২টি কেন্দ্র রয়েছে।

Latest article