কোটি কোটি টাকা অনলাইন প্রতারণায় ধৃত বিজেপি নেতা

Must read

প্রতিবেদন : কোটি কোটি টাকার অনলাইন প্রতারণা! রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে নদিয়ার বিজেপি (BJP) নেতা লিঙ্কন বিশ্বাসকে গ্রেফতার করল কেরল পুলিশ। নদিয়ার এই বিজেপি নেতা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অনলাইনে ৪ কোটিরও বেশি টাকা তুলেছিল। তার প্রতারণা চক্রের জাল ছড়িয়েছিল ভিন রাজ্যেও। সম্প্রতি কেরলে তার নামে অভিযোগ দায়ের হয়৷ সোমবার নদিয়া পুলিশের সঙ্গে কেরল পুলিশের যৌথ অভিযান চলে কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায় ওই বিজেপি (BJP) নেতার বাড়িতে। সেখান থেকেই লিঙ্কন বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে কেরল নিয়ে গিয়েছে সে-রাজ্যের পুলিশ। গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বিজেপি অভিযুক্ত নেতার দায় ঝেরে ফেলতে চাইছে। লিঙ্কনের সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করে কলঙ্ক মুছে ফেলতে চাইছে বিজেপি। কিন্তু লিঙ্কন নদিয়ায় প্রথম সারির নেতাদের মধ্যে একজন৷ সেই সত্যি ঢাকবে কীভাবে বিজেপি৷

আরও পড়ুন- বাংলাদেশে লজ্জা! মুক্তিযোদ্ধাকে জুতোর মালা

Latest article