সরকারি অফিসারকে হুমকি বিজেপি নেত্রীর, নিন্দা সর্বত্র

Must read

সংবাদদাতা, আসানসোল : জিতেন্দ্র তেওয়ারির পর গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ালেন তাঁর স্ত্রী চৈতালি তেওয়ারি (Chaitali Tiwari)। আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালির (Chaitali Tiwari) বিরুদ্ধে অভিযোগ, তিনি কুলটি বোরো অফিসের একজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আঙুল তুলে হুমকি দিয়েছেন। বছর চারেক আগে ২২৯ কোটি টাকা খরচ করে কুলটিতে একটি জলপ্রকল্প তৈরি হয়েছে। চলতি বছরেই ৩৯ হাজার নতুন জলসংযোগ দেওয়া হয়েছে। আরও ২০ হাজার নতুন সংযোগ দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও শনিবার পানীয় জলের দাবিতে স্মারকলিপি জমা দিতে যান বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন চৈতালি। স্মারকলিপি নেন জল দফতরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী। অভিযোগ, আলাপ-আলোচনা চলাকালীন উত্তেজিত হয়ে চৈতালি আঙুল উঁচিয়ে বলেন, ‘মেয়রের চামচাবাজি করলে ১৫ দিনের মধ্যে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি।’ এই ঘটনা নিয়ে নিন্দায় সরব হয় তৃণমূল। পরে চৈতালি সাফাই দিয়ে জানান, ‘সাধারণ মানুষ রোদে দাঁড়িয়ে জলের দাবিতে বিক্ষোভ জানাচ্ছেন। আর ওই আধিকারিক কথা ঘুরিয়ে বারবার বলছেন এটা আগের বোর্ডের কথা। আগের বোর্ডের দায়িত্বে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তাই কি এই রাগ?’ পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘বিজেপি যদি পুরকর্মীদের এভাবে বিব্রত করে, তা হলে পুরনিগমের কাজ করতে সমস্যা হবে।’ পুরপ্রধান বিধান উপাধ্যায় বলেন, ‘হুমকি, ধমকি দেওয়াটা বিজেপির সংস্কৃতি। ওরা এর বাইরে বেরোতে পারছেন না। একজন সরকারি অফিসারের সঙ্গে চৈতালি দেবী এই ধরনের আচরণ করে ঠিক করেননি।’

আরও পড়ুন: করোনায় আক্রান্ত শাহরুখ, সুপারস্টারের সুস্থতা কামনা করলেন মুখ্যমন্ত্রী

Latest article