সংবাদদাতা, হুগলি : বিজেপি হিংসা, হানাহানির রাজনীতিতে বিশ্বাস করে। তাদের একমাত্র লক্ষ্য শান্ত বাংলাকে অশান্ত করে তোলা। তারই সাম্প্রতিক নজির মিলল হুগলির সপ্তগ্রামে। দলীয় কর্মিসভায় উসকানিমূলক ভাষণ দিলেন বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। হুঙ্কার দিয়ে বললেন, ‘‘দলের একজনের রক্ত ঝরলে অন্যপক্ষের ১০ জনের রক্ত ঝরবে।’’ সেই মন্তব্যের ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস বলেছে, পশ্চিমবঙ্গে রক্ত ঝরিয়ে কারও পতাকা তোলা যায় না।
আরও পড়ুন-হাউস অফ কমনসে সম্মানিত হবেন কাটোয়ার সাহিত্য-গবেষক
অভিযোগ, গতকাল সন্ধ্যায় হুগলির সপ্তগ্রাম বিধানসভার আকনা পঞ্চায়েত এলাকায় আয়োজিত কর্মিসভাতেই এই মন্তব্য করেন সুরেশ। পঞ্চায়েত দখল নিয়ে তিনি বলেন, ‘‘নিজেদের এমনভাবে তৈরি করতে হবে। দরকার পড়লে রক্ত ঝরবে। আমাদের একজনেরও রক্ত ঝরলে ওদের দশজনের রক্ত ঝরবে। জমি এক ইঞ্চিও ছাড়া হবে না।’’ বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্য নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘বিজেপির কাছে সংবিধান, আইনশৃঙ্খলার কোনও মূল্য নেই। বিজেপির দু’ নম্বর, তিন নম্বর, চার নম্বর নেতারাও যে বক্তব্য রাখছেন, তা ভয়ঙ্কর। বলছেন, রক্তগঙ্গা বয়ে যাবে…। ওঁদের কাছে গণতন্ত্রের কোনও মূল্য আছে? বিধায়ক কিনছে, সাংসদ কিনছে, সরকার পাল্টে দিচ্ছে। বাংলায় এসব করা যায় না। জোর করে করতে গেলে মানুষ তার জবাব দেবে।” বিধায়কের দাবি, তিনি ওই ভিডিও ক্লিপ প্রশাসনের কাছে পাঠাবেন, যাতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।