পুরভোটের আগেই কুপোকাত বিজেপি

দলত্যাগ থেকে কর্মী–সমর্থকদের বিক্ষোভ, জেরবার বিজেপি নেতৃত্ব

Must read

সংবাদদাতা, বহরমপুর : পুরভোটের আগেই বড় ধাক্কা খেল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা বিজেপি। তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন জেলা বিজেপি (BJP) সাধারণ সম্পাদক তপন চন্দ্র (Tapan Chandra)। সোমবার, বহরমপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলত্যাগী বিজেপি নেতার হাতে দলীয় পতাকা তুলে দিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়। এছাড়া ডোমকল মহকুমা মণ্ডল সভাপতি অভীক দাস, কানাই পাল, রতন হালদার–‌সহ প্রায় ৫০০ বিজেপি কর্মী–‌সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তপন চন্দ্রের অভিযোগ, বিজেপিতে কোনো সম্মান পাচ্ছিলেন না। বহরমপুরের বিজেপি (BJP) বিধায়ক কার্যত ব্যর্থ। ফলে শহরের মানুষকে আর মুখ দেখানো যাচ্ছিল না। সে কারণেই দলত্যাগ। পুরভোটের আগে বহরমপুরে বিজেপি জোর ধাক্কা খেল বলে জানালেন শাওনি। বলেন, দিদির নেতৃত্বে উন্নয়ন দেখে বিজেপি নেতা–‌কর্মীরা গুটিয়ে গেছেন। যাঁরা লুকিয়ে ছিলেন বা প্রথম সারিতে ছিলেন, তাঁরা স্বেচ্ছায় দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এদিনের যোগদান সভায় বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক জাফিকুল ইসলাম, অশোক দাস, নাড়ুগোপাল মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন।

আরও পড়ুন: কোভিড বিধি মেনে শুরু অজন্তা সার্কাস

Latest article