বাড়ির পরিচারিকাকে হেনস্থা করার অভিযোগে বিজেপি নেতাকে সাসপেন্ড

এবার বাড়ির পরিচারিকাকে হেনস্থা করার অভিযোগে বিজেপি নেতাকে সাসপেন্ড করল পদ্ম শিবির পাশাপাশি ওই নেতার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ

Must read

মথুরার শিশুচুরির ঘটনার রেশ কাটার আগেই আবার আরেক বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এবার বাড়ির পরিচারিকাকে হেনস্থা করার অভিযোগে বিজেপি নেতাকে সাসপেন্ড করল পদ্ম শিবির পাশাপাশি ওই নেতার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঝাড়খণ্ডের রাচির। মঙ্গলবার ওই বিজেপি নেতার গৃহকর্মীর নির্যাতনের অভিযোগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে বিজেপি থেকে তাকে সাসপেন্ড করেছে।

আরও পড়ুন-বাংলা ঋতুহারা, ঋতুপর্ণ ঘোষের জন্মদিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

নির্যাতিত পরিচারিকার নাম সুনিতা, প্রায় ১০ বছর আগে পাত্রদের দ্বারা নিযুক্ত ছিলেন, সাসপেন্ড করা বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি তাকে বন্দী করে রেখেছিলেন এবং তাকে নির্মমভাবে নির্যাতন করেছিলেন। সুনিতা অভিযোগ করেছেন যে মিসেস পাত্র তাকে নিয়মিত মারধর করেন এবং লোহার রড দিয়ে তার দাঁতও ভেঙে দেন। তাকে মেঝে থেকে প্রস্রাব চাটতেও বাধ্য করা হয়েছিল এবং কয়েকদিন ধরে খাবার দেওয়া হয়নি। একটি গোপন তথ্যের ভিত্তিতে, রাঁচি পুলিশ গত সপ্তাহে পাত্রের বাড়ি থেকে মহিলাটিকে উদ্ধার করে এবং তাকে চিকিৎসার জন্য রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (RIMS) ভর্তি করে।

আরও পড়ুন-গনেশ চতুর্থী উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

গতকাল ম্যাজিস্ট্রেটের সামনে সুনিতার জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বাইস গতকাল পুলিশের মহাপরিচালক নীরজ সিনহার সাথে দেখা করেছিলেন, সাসপেন্ড করা বিজেপি নেতার বিরুদ্ধে পদক্ষেপে বিলম্বের বিষয়ে “গুরুতর উদ্বেগ” প্রকাশ করেছিলেন।

Latest article