আগরতলা : ত্রিপুরায় আইনের শাসন নেই। এটা কোনও বিরোধী দলের নেতার কথা নয়, বলছেন খোদ সে রাজ্যের বিজেপির বিধায়ক। তাঁর কথায়, আইনের শাসন থাকলে অপরাধপ্রবণতা কমে। কিন্তু ত্রিপুরায় গত কয়েক বছরে সে প্রবণতা একেবারেই কমেনি। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজের প্রভাব খাটিয়ে অপরাধের খতিয়ান নথিভুক্ত করছেন না। বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক আশিস দাসের। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা গিয়ে আক্রান্ত হওয়ারও নিন্দা করেন তিনি।
আরও পড়ুন-নিজের পাড়া থেকে ভারত জুড়ে এবার খেলার ডাক দিয়ে প্রচার শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ত্রিপুরায় শাসকদলের বিধায়ক আশিস দাস বলেন, যেভাবে গণতন্ত্রকে ধূলিসাৎ করে বিপ্লব দেব নিজে পুলিশকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন তাতে দেশের সামনে ত্রিপুরার মানুষ হেয় হয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি বলছেন, আদালত অবমাননার কারণে ত্রিপুরায় কারও শাস্তি হয় না। কারণ সেখানে পুলিশ সেই অবমাননার অভিযোগ নথিভুক্ত করে না। এই প্রেক্ষিতে বিপ্লব দেবের বিরুদ্ধেই আদালত অবমানার মামলা করার ইঙ্গিত দেন বিজেপি বিধায়ক।
ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বারবার হামলা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব মুখে বলছেন “অতিথি দেব ভব”। অথচ কলকাতা থেকে একজন রাজনৈতিক নেতা মন্দিরে পুজো দিতে এলে তাঁর ওপর হামলা করা হচ্ছে। এতে ত্রিপুরার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মত এই বিজেপি বিধায়কের। তাঁর মতে, বাংলার সঙ্গে ত্রিপুরার নাড়ির টান।
আরও পড়ুন-মাঝরাতে আছড়ে পড়বে গুলাব, বিপদের প্রহর গোনা শুরু অন্ধ্র, ওড়িশায়
তাঁর এই মন্তব্য এরপর এই যে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হবে, তা জেনে আগেভাগেই আশিস দাস মন্তব্য করেন, তিনি দল ছাড়ছেন কি না বা বিরোধিতা করছেন কি না সে নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু বিজেপি বিধায়ক স্পষ্ট করেছেন, তাঁর অভিযোগ বিপ্লব দেবের এই মন্তব্যের বিরুদ্ধে। একই সঙ্গে সংবাদমাধ্যমের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব দেব সরকারের আমলে যেভাবে সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে এর আগে ত্রিপুরায় কখন হয়নি। এখন আশিস দাসের এই বিস্ফোরক মন্তব্য প্রমাণ করছে বিজেপির অন্দরেই বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।