রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনম্র শ্রদ্ধার্ঘ্য

Must read

রাজা রামমোহন রায় প্রয়াত হয়েছিলেন সেপ্টেম্বর ২৭, ১৮৩৩। তিনি ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা। বাঙালি দার্শনিক হিসেবেও তিনি সুনাম অর্জন করেছিলেন। তৎকালীন জনপ্রশাসন, রাজনীতি, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি প্রভাব বিস্তার করেছিলেন। এমনকি সতীদাহ প্রথা বিলুপ্তিকরণ তাঁর হাত ধরেই শুরু হয়েছিল।

আরও পড়ুন-বিপ্লবের বিরুদ্ধে দলের বিধায়কের বিস্ফোরণ

১৮৩৩ খ্রিষ্টাব্দে মেনিনজাইটিস রোগে রাজা রামমোহন রায় আক্রান্ত হন এবং প্রায় ৮ দিন জ্বরে ভুগে অবশেষে ২৭ সেপ্টেম্বরে মৃত্যবরণ করেন। এদিন তাঁর প্রয়াণ দিবস স্মরণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।

Latest article