রোহিণী কাণ্ডে ধৃত ২

Must read

নয়াদিল্লি : শুক্রবার দিল্লির রোহিণী আদালতে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুই যুবকের নাম বিনয় এবং উমঙ্গ। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে। ধৃতেরা উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দা। সিসিটিভির ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ওই দুই যুবক আদালতের চার নম্বর গেটের সামনে বেশ কিছুক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। দুই দুষ্কৃতীকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, শুক্রবার ঘটনার আগে উমঙ্গ রোহিণীর সেক্টর নাইনে একটি শপিংমলে গিয়েছিল।

আরও পড়ুন-রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনম্র শ্রদ্ধার্ঘ্য

সেখানে তার সঙ্গে ছিল আরও দুই দুষ্কৃতী। শপিংমলেই তারা পোশাক পাল্টে আইনজীবীর পোশাক পরে। সেখান থেকেই তারা পৌঁছয় রোহিণী আদালত চত্বরে। উমঙ্গ গাড়ি নিয়ে আদালতের গেটের বাইরে অপেক্ষা করছিল। তার সঙ্গে থাকা দুই দুষ্কৃতী আদালতের ভিড়ে মিশে যায়। দুষ্কৃতীদের আদালত চত্বর থেকে পালানোর জন্য সব ধরনের সাহায্য করার কথা ছিল উমঙ্গের। কিন্তু আদালত কক্ষে পুলিশের গুলিতে দুই দুষ্কৃতী প্রাণ হারালে ঘটনাস্থল থেকে চম্পট দেয় উমঙ্গ।

Latest article