ইন্ডিয়া জোট গড়ে ওঠায় ভয়ে ভুল বকছেন বিজেপি নেতারা

রবিবার ইস্টার্ন রেলওয়ে কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এসে সাংসদ দোলা সেন তীব্র ভাষায় কটাক্ষ করলেন পদ্ম শিবিরের নেতাদের

Must read

সংবাদদাতা,বর্ধমান : রবিবার ইস্টার্ন রেলওয়ে কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এসে সাংসদ দোলা সেন তীব্র ভাষায় কটাক্ষ করলেন পদ্ম শিবিরের নেতাদের। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে বিরোধীদের ঐকমত্য জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। পায়ের তলার মাটি কেঁপে ওঠায় বিজেপি নেতারা ভুল বকতে শুরু করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, শ্রমিকনেতা ইফতিকার আহমেদ প্রমুখ।

আরও পড়ুন-স্বাস্থ্যকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্যসচিব, ডেঙ্গি-পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানাল রাজ্য

রবিবার ছিল শিবিরের দ্বিতীয় দিন। শিবিরে প্রচুর মানুষ রক্ত দেন। শিবিরে যোগ দিয়ে সাংসদ জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যে চিন্তিত বিজেপি। তাই বিরোধী দলের নেতা পঞ্চায়েত ভোটের আগে বলেছিলেন, ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করবেন এবং সেই প্রকল্পে আরও বেশি টাকা দেবেন। তাই যদি হয় তাহলে যেসব রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে কেন এই ধরনের প্রকল্প নেই? কেন তারা সেই সব রাজ্যের মহিলাকে এই সুবিধা দিতে পারছেন না? গুজরাটে তো বিজেপি ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে। কিন্তু সেখানেই এই প্রকল্প নেই। আছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়। ইন্ডিয়া জোট গঠন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপি-বিরোধী নেতৃত্ব আছেন সেই জোটে। তাই বিজেপি চিন্তিত। সেই কারণে ভোটের আগে সুকান্ত ও শুভেন্দুবাবুরা ভুল বকছেন। কিন্তু বাংলার মানুষ, বাংলার মহিলারা জানেন তাঁদের কী করতে হবে আর কারা তাঁদের সঙ্গে থাকেন। ২০২৪-এ বিজেপি ধূলিসাৎ হবেই এ কথা বলার অপেক্ষা রাখে না।

Latest article