পাঁচ রাজ্যের উপনির্বাচনে ভরাডুবি বিজেপির

হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচন ও উত্তরপ্রদেশ-সহ আরও পাঁচ রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনেও মুখ থুবড়ে পড়ল বিজেপি

Must read

প্রতিবেদন : দিল্লির (Delhi) পুরভোটের পর হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচন ও উত্তরপ্রদেশ-সহ আরও পাঁচ রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনেও মুখ থুবড়ে পড়ল বিজেপি। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে উত্তরপ্রদেশে শূন্য হয়েছিল মইনপুরী আসনটি। মইনপুরী লোকসভা আসনে সমাজবাদী টিকিটে লড়াই করেছিলেন দলের নেতা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। মইনপুরী লোকসভা কেন্দ্রের এই উপনির্বাচনে ডিম্পল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রঘুরাজ সিং শাক্যকে ২ লাখ ৮৬ হাজার ৮১২ ভোটে পরাজিত করেছেন। উপনির্বাচনে ডিম্পল মুলামের রেকর্ডও ভেঙে দিয়েছেন। মুলায়ম এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন ৯৪ হাজার ভোটে। সপার এই সাফল্যের দিনেই ফের দলে ফিরেছেন অখিলেশের কাকা তথা মুলায়মের ভাই শিবপাল সিং যাদব।

আরও পড়ুন-বিধানসভায় গুজরাত ও হিমাচল ১ : ১, জাতীয় সভাপতি নাড্ডার রাজ্যই হাতছাড়া বিজেপির, ক্ষমতায় ফিরছে কং

৫ ডিসেম্বর উত্তরপ্রদেশের দুটি বিধানসভা আসনেও উপনির্বাচন হয়েছিল। ওই দুটি আসনের মধ্যে খাটাউলি কেন্দ্রে রাষ্ট্রীয় লোক দল এবং রামপুর কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। খাটাউলি কেন্দ্রে আরএলডি প্রার্থী মদন ভাইয়া বিজেপির রাজকুমারীকে পরাজিত করেছেন। রামপুর কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির আকাশ সাক্সেনা। অন্যদিকে ওড়িশার পদমপুর বিধানসভা আসনে বিজেপিকে পিছনে ফেলে জয়ী হয়েছে রাজ্যের শাসকদল বিজেডি। এই কেন্দ্রে বিজেডি প্রার্থী বর্ষা সিং বরিহা বিজেপির প্রদীপ পুরোহিতকে ৩২ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন। ছত্তিশগড়ের একটি বিধানসভা আসনের উপনির্বাচনেও বিজেপি দাঁত ফোটাতে পারেনি। ছত্রিশগড়ের ভানুপ্রতাপপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সাবিত্রী মনোজ মাণ্ডবী জয়ী হয়েছেন। অন্যদিকে রাজস্থানের সর্দার শহর বিধানসভা কেন্দ্রটিও গিয়েছে কংগ্রেসের দখলে। কংগ্রেসের অনিলকুমার শর্মা বিজেপির অশোক কুমারকে বিপুল ভোটে পরাজিত করেছেন। একমাত্র বিহারের কুরহানি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কেদার প্রসাদগুপ্তা কোনওভাবে জয়ী হয়েছেন।

আরও পড়ুন-রাজ্যের ঘাড়েই ঠেলল কেন্দ্র

পাঁচ রাজ্যের ৬ বিধানসভা আসনের উপনির্বাচন হলেও এই আসনগুলিতে জিততেও বিজেপি সর্বশক্তি নিয়োগ করেছিল। এমনকী, সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচার চালাতে কসুর করেনি গেরুয়া দল। কিন্তু তারপরেও এদিনের নির্বাচনী ফলাফল এটা প্রমাণ করে দিল যে, মানুষ জনবিরোধী মোদি সরকারকে আর চাইছে না। সে কারণেই বেশিরভাগ আসনেই মুখ পুড়েছে বিজেপির।

Latest article