রাজ্যের ঘাড়েই ঠেলল কেন্দ্র

রাজ্যগুলোর বস্তি-উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ এবং বস্তিগুলোর সঠিক উন্নয়নের দায় রাজ্যগুলির ঘাড়েই ঠেলে দিল কেন্দ্রীয় সরকার

Must read

প্রতিবেদন : রাজ্যগুলোর বস্তি-উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ এবং বস্তিগুলোর সঠিক উন্নয়নের দায় রাজ্যগুলির ঘাড়েই ঠেলে দিল কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর লিখিত প্রশ্নের জবাবে, গৃহ-উন্নয়ন ও নগর বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর জানিয়েছেন, ভূমি এবং বস্তি সংক্রান্ত বিষয়গুলি হল রাজ্যের বিষয়।

আরও পড়ুন-সংসদে তৈরি আইন আদালত খতিয়ে দেখতেই পারে : সুপ্রিম কোর্ট

বস্তিবাসীদের নাগরিক সুবিধার জন্য যা কিছু করার তা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর দায়িত্বে পড়ে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন ২০২১-’২২ সালের হিসাব অনুযায়ী রাজ্য এবং জেলা স্তরে বস্তির সংখ্যা কত। এবং বস্তিবাসীর সংখ্যার হিসাবে তাদের বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশন এর সুবিধা আছে কিনা। তিনি আরো জানতে চেয়েছিলেন বস্তিবাসীদের উন্নতির জন্য বাজেট বরাদ্দ এবং তাঁর বিশদ বিবরণ। কেন্দ্রীয় মন্ত্রী সেখানে জানিয়েছেন,২০১১ সালের শেষ আদমশুমারি অনুসারে দেশে মোট ৬.৫৪ কোটি মানুষ বস্তিতে বাস করে।

Latest article