সংসদে তৈরি আইন আদালত খতিয়ে দেখতেই পারে : সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের কলেজিয়াম পদ্ধতি সম্পর্কে সরকারের মনোভাবকে শীর্ষ আদালত যে একেবারেই মেনে নিচ্ছে না সেটা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে

Must read

নয়াদিল্লি : হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সম্পর্কিত কলেজিয়াম পদ্ধতির সমালোচনা করে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় যে মন্তব্য করেছিলেন তা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের কলেজিয়াম পদ্ধতি সম্পর্কে সরকারের মনোভাবকে শীর্ষ আদালত যে একেবারেই মেনে নিচ্ছে না সেটা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন-ঘাটাল মাস্টার প্ল্যানের কোনও টাকা দেয়নি কেন্দ্র

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান কাউল, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ বৃহস্পতিবার বলেছে, কলেজিয়াম সম্পর্কে করা মন্তব্যগুলি ভালভাবে নিচ্ছে না আদালত। এরপরই বেঞ্চ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে সরকারি আধিকারিকদের যথাযথ পরামর্শ দিতে বলে। তিন বিচারপতির বেঞ্চ এদিন বলে, সংবিধান প্রদত্ত নিয়ম অনুসারে সরকারের সংসদে আইন প্রণয়নের ক্ষমতা আছে। আবার সরকারের তৈরি করা আইন যাচাই করার ক্ষমতা আদালতের রয়েছে। সংবিধানের পরিকল্পনায় আদালতকেই আইন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। আইন প্রণয়নের অধিকার সংসদের আছে ঠিকই, কিন্তু সেই আইন যাচাই করা বা খতিয়ে দেখার ক্ষমতা আদালতের হাতে রয়েছে। আদালতের মান্যতা দেওয়া আইনই অনুসরণ করতে হবে। অন্যথায় লোকেরা যেটা ঠিক বলে মনে করবেন সেই আইন’ই অনুসরণ করবেন।

Latest article