প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সুরেই এবার ত্রিপুরার জঙ্গলরাজ নিয়ে সরব হলেন খোদ মোদি সরকারের মন্ত্রী৷ ত্রিপুরার আইন শৃঙ্খলা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করে রাজ্যের ডিজিপিকে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। তৃণমূল বলছে, আমাদের অভিযোগ যে সঠিক তা মেনে নিলেন বিজেপি সরকারেরই মন্ত্রী৷
আরও পড়ুন : বিজ্ঞান থেকে খাদ্যশস্য , লোকসভায় সরব তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় বিজেপিকে রাজনৈতিকভাবে টক্কর দিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মোকাবিলা করতে না পেরে একের পর এক হামলার ঘটনা ঘটাচ্ছে বিজেপির দুষ্কৃতীরা৷ নির্বিকার প্রশাসন ও পুলিশ৷ বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে তৃণমূল নেতা–কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে৷ তবে মিথ্যের মুখোশ পেরিয়ে এবার আসল সত্য প্রকাশ্যে চলে এল। খোদ মোদি সরকারের মন্ত্রীই ক্ষোভ জানালেন বিপ্লব দেব সরকারের অপদার্থতা নিয়ে৷ বিষয়টি প্রকাশ্যে আসার পর ত্রিপুরা বিজেপিকে তুলোধনা করেছেন ত্রিপুরার তৃণমূলের অন্যতম নেতা সুবল ভৌমিক। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের তরফে ত্রিপুরা পুলিশকে লেখা এক চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানে ত্রিপুরা পুলিশকে অনুরোধ করা হয়েছে আঠাওয়ালের দল ‘রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া’র সভাপতি সত্যজিৎ দাসের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। চিঠিতে লেখা হয়েছে, গত ১ ডিসেম্বর দলের কর্মসূচি থেকে ফেরার সময় তাঁর গাড়ি আটকে হুমকি দেয় গুন্ডাবাহিনী। বলা হয়, নিজের এলাকার বাইরে গিয়ে অন্যত্র প্রচার করা যাবে না৷ শুধু তাই নয়, তাঁর গাড়িতে ইটও ছোঁড়া হয়৷ এই ঘটনায় আহত হন সত্যজিৎ দাস। অবিলম্বে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে রাজ্য পুলিশকে লেখা এই চিঠিতে ত্রিপুরার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এনডিএ-র শরিক রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। আর এই ইস্যুতেই ত্রিপুরা বিজেপি ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রীতিমতো তোপ দাগতে দেখা যায় ত্রিপুরা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা সুবল ভৌমিককে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুতর। এ অভিযোগ এখন শুধু রাজ্যের নয়, গোটা দেশ বলছে। খোদ প্রধানমন্ত্রী ক্যাবিনেটের মন্ত্রী তাঁর দলের রাজ্য সভাপতির ওপর হামলার ঘটনায় ত্রিপুরা পুলিশকে চিঠি লিখেছেন। ত্রিপুরায় জঙ্গলরাজের প্রমাণ স্পষ্ট।