তৃণমূলের সভাস্থলের কাছে বিজেপি দুষ্কৃতীদের বোমাবাজি, ভগবানপুরে সভায় উপচে পড়ল ভিড়

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের পাউসি সেচবাংলো ময়দানের সেই সভার পর এই নিয়ে সরব হলেন কারামন্ত্রী অখিল গিরি

Must read

সংবাদদাতা, ভগবানপুর : এলাকায় বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের জনসভা। আর সেই সভা চলাকালীনই বিজেপির দুষ্কৃতীরা সভাস্থলের কিছু দূরে বোমাবাজি চালাল। এমনই গুরুত্বপূর্ণ অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের পাউসি সেচবাংলো ময়দানের সেই সভার পর এই নিয়ে সরব হলেন কারামন্ত্রী অখিল গিরি।

আরও পড়ুন-শতায়ু রাষ্ট্রপতি পুরস্কারজয়ী সমাজকর্মী হরমোহন

তিনি পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। সভার অন্যতম বক্তা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী অকৃতজ্ঞ রাজনৈতিক নেতা। যে সিঁড়ি ব্যবহার করে উঁচুতে ওঠেন, সেই সিঁড়িকে প্রথমে কেটে দেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ও ওর পরিবারবর্গকে সমস্ত ক্ষমতা দিয়েছিলেন, সেই নেত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করতে তিনি দ্বিধা করেন না। তাঁর পতন অনিবার্য। সভায় ভিড় উপচে পড়ে। বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন অর্ধেন্দু মাইতি, মামুদ হোসেন, বিকাশ বেজ, সুদীপ রাহা, মানব পড়ুয়া, অম্বিকেশ মান্না, কাজল বর্মন, অনুরাধা নন্দ গোস্বামী, মিহির ভূঞ্যা প্রমুখ।

Latest article