গদ্দার অধিকারীর উসকানির জেরে খেজুরিতে নৃশংস তাণ্ডব বিজেপির

রাজ্যে ৩৫৫ ধারা জারি করার মতো পরিবেশ তৈরি করতে হবে। গদ্দার অধিকারীর ভিডিও থেকে ফাঁস হয়ে গিয়েছে বিজেপির গোপন পরিকল্পনা।

Must read

প্রতিবেদন : রাজ্যে ৩৫৫ ধারা জারি করার মতো পরিবেশ তৈরি করতে হবে। গদ্দার অধিকারীর ভিডিও থেকে ফাঁস হয়ে গিয়েছে বিজেপির গোপন পরিকল্পনা। সেই লক্ষ্যেই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সোমবার এক তৃণমূলকর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা করল বিজেপির গুন্ডারা। নাম নরেন্দ্রনাথ মাঝি। বয়স ৩৮। বাড়ি খেজুরি ১ নম্বর ব্লকের কলমদান দক্ষিণপল্লি এলাকায়।

আরও পড়ুন-কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর বাঁচিয়ে দিল মহিলাকে

গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় নরেন্দ্রনাথ আপাতত কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আহত কর্মীর ভিডিও ট্যুইট করে বলেন, খেজুরি ১-এর ছাতনাবাড়ি টিকাশি অঞ্চলে তৃণমূল জিতেছে। কিন্তু একটা বুথে হেরেছে। হেরে গিয়ে বিজেপির গুণ্ডাবাহিনী বেপরোয়া হয়ে তৃণমূলকর্মীদের আক্রমণ করছে। একজনকে পুড়িয়ে মারার চেষ্টা করে তারা। দোষীদের গ্রেফতারের দাবি নিয়ে বুধবার তাঁরা খেজুরি থানায় যাচ্ছেন বলেও ট্যুইটে জানিয়েছেন।

আরও পড়ুন-একসঙ্গে কাজ করুন, পরামর্শ সুপ্রিম কোর্টের

বিজেপি দুষ্কৃতীরা প্রথমে নরেন্দ্রনাথের চাষের জমি জবরদখল করে। প্রতিবাদ করলে গলা টিপে ব্যাপক মারধর করে। তাঁর মোটরসাইকেলও ছিনিয়ে নেয়। এরপর তাঁর বাড়িতে ভাঙচুর চলে, সেই সঙ্গে পেট্রল দিয়ে আগুনও লাগানো হয়। তাতেই অগ্নিদগ্ধ হন নরেন্দ্রনাথ। নন্দীগ্রামের মতো খেজুরি জুড়েও ব্যাপক সন্ত্রাস শুরু করেছে বিজেপি। হাসপাতালে যন্ত্রণাকাতর নরেন্দ্রনাথ ৭০ বছরের বাবা-মা ও ভাইয়ের জীবন সংশয়ের আশঙ্কায় শঙ্কিত। তাঁকে দেখতে-আসা সকলের কাছেই কাতর আবেদন জানাচ্ছেন, বাবা-মা ও ভাইকেও মেরে দেবে। দয়া করে ওদের বাঁচান। জেলা পরিষদ আসনে জেতা তৃণমূলের উত্তম বারিক সোমবার হাসপাতালে নরেন্দ্রনাথকে দেখতে যান। বলেন, দোষীদের ছাড়া হবে না। পুলিশকে বলা হয়েছে দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে।

Latest article