পুজোর আগেই শেষ হবে মেরামতি

এর পরেই সেচমন্ত্রী-সহ সমস্ত সচিবরা পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিস্থিতির কথা জেনেছেন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কেন্দ্রীয় সরকার সদর্থক ভূমিকা পালন না করায় বারেবারে প্লাবিত হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। বছরের পর বছর ভুটান সরকার চিপ বাঁধ তৈরি করছে না। এর জেরে অতিবর্ষণে ভুটান পাহাড় থেকে জল নেমে আসছে বোল্ডার-সহ। ক্ষতিগ্রস্ত হচ্ছে আলিপুরদুয়ার-জলপাইগুড়ির মানুষজন। সোমবার শিলিগুড়িতে পাঁচ জেলার জেলাশাসক-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে একথা বলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

আরও পড়ুন-গদ্দার অধিকারীর উসকানির জেরে খেজুরিতে নৃশংস তাণ্ডব বিজেপির

তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বৈঠক করলাম। অতিবর্ষণে ব্যাপক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছে প্রশাসন। সেচমন্ত্রী জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বেশ কয়কটি বাঁধে চিড় ধরেছে। রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বেশ কিছু নিছু এলাকার কৃষি জমি প্লাবিত হয়েছে। পাঁচ জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে স্থির হয়েছে বাঁধ থেকে রাস্তা সব কিছুর মেরামতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আগে কাজ শেষ হবে। তবে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ভুটান সরকারের সঙ্গে কথা বলে চিপ বাঁধ তৈরির ব্যবস্থা করা। এ নিয়ে মুখ্যমন্ত্রী বারেবারেই কেন্দ্রকে জানিয়েছেন।

আরও পড়ুন-কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর বাঁচিয়ে দিল মহিলাকে

অতি বর্ষণে বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বন্যা-পরিস্থিতি দেখা দিয়েছিল। মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সেচ দফতর, দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিবদের নিয়ে গঠিত একটি টিম সোমবার শিলিগুড়ি এসে পৌঁছেছে। শিলিগুড়ি এসে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে দলটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। রাজগঞ্জে একটি নদীর উপরে সেতু ভেঙে দুই গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর পরেই সেচমন্ত্রী-সহ সমস্ত সচিবরা পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিস্থিতির কথা জেনেছেন।

Latest article