দাঙ্গা করে গ্রেফতার বিজেপির বিধায়ক

চলতি বছরে রামনবমীর দিন বিহারের বেশ কয়েকটি জায়গায় হিংসা ছড়িয়েছিল। ওই ঘটনায় বিজেপি জড়িত, বিভিন্ন মহলে এমন অভিযোগ উঠেছিল

Must read

প্রতিবেদন : চলতি বছরে রামনবমীর দিন বিহারের বেশ কয়েকটি জায়গায় হিংসা ছড়িয়েছিল। ওই ঘটনায় বিজেপি জড়িত, বিভিন্ন মহলে এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ যে অমূলক ছিল না তার প্রমাণ মিলল। বিহারে রামনবমীর দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে বিজেপির প্রাক্তন বিধায়ক জওহর প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে সাসারামের বাড়ি থেকে এই বিজেপি নেতাকে গ্রফতার করা হয়।

আরও পড়ুন-দুর্নীতির অভিযোগে সাসপেন্ড সিবিআই কোর্টের বিচারক

উল্লেখ্য, ২৯ এবং ৩০ মার্চ রামনবমী মিছিলের পরে সাসারামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ১২ জন। পালিয়ে বেড়ালেও অভিযুক্তের বাড়িতে ইতিমধ্যে নোটিশ দিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত ৩৮ জনের বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি অশান্তির ঘটনায় জড়িত অভিযুক্তদের সন্ধানে আরও তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই হিংসার ঘটনা জড়িতদের বেশিরভাগই বিজেপি নেতা ও কর্মী। যাঁরা পালিয়ে বেড়েছেন তাঁরাও গেরুয়া দলের সক্রিয় সদস্য।

আরও পড়ুন-কেন্দ্রের কাছে ১০০ দিনের কাজের বকেয়া, টাকা পেতে আবেদন সংগ্রহে মন্ত্রীর শিবির

উল্লেখ্য, বিহারের সাসারামে রামনবমী উপলক্ষে তিনদিন ধরে অশান্তি চলেছিল। সাসারাম ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে। তবে নালন্দা, সাসারাম এবং বিহার শরিফে হিংসার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সাসারামে একটি বোমা বিস্ফোরণে পাঁচজন গুরুতর জখম হয়েছিলেন। এ-ছাড়াও, অগ্নিসংযোগ এবং লুঠপাটের ঘটনা ঘটে। অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করা হয়। জখম হন বেশকিছু পুলিশকর্মীও।

Latest article