প্রতিবেদন : বিধানসভা চলাকালীন আলোচনায় মন না দিয়ে অধিবেশন কক্ষে বসে নিজের মোবাইলে একমনে ব্লু-ফিল্ম দেখছিলেন বিজেপি বিধায়ক। ত্রিপুরা বিধানসভার বাগবাসা কেন্দ্রের বিজেপি বিধায়ক যাদবলাল নাথের কীর্তিতে রাজ্যে নিন্দার ঝড়। বিরোধীরা বলছেন, কথায় কথায় নৈতিকতার বাগাড়ম্বর করা নরেন্দ্র মোদির দলের জনপ্রতিনিধিদের কী হাল, ত্রিপুরার বিজেপি বিধায়কের ব্লু-ফিল্মকাণ্ডেই তা স্পষ্ট।
আরও পড়ুন-ভিক্ষুক হলেও স্ত্রীর খোরপোশের দায়িত্ব স্বামীরই : হাইকোর্ট
ব্লু-ফিল্ম দেখতে গিয়ে ধরা পড়া বাগবাসার বিধায়কের ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অধিবেশন কক্ষে বসে একমনে নিজের মোবাইলে নীল ছবি দেখছেন তিনি। অধিবেশন শেষ হওয়ার পর দ্রুত কক্ষ ত্যাগ করেন।
একদা সিপিএমের নেতা যাদবলাল ২০১৮ সালে বিজেপিতে যোগ দেন। সেবার বিজেপির প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ালেও জিততে পারেননি। এবার জয়লাভ করলেও তাঁর ব্লু-ফিল্মকাণ্ড সামনে আসার পর এমন জনপ্রতিনিধির কীর্তিতে শোরগোল উঠেছে ত্রিপুরার রাজনীতিতে।
এর আগেও বিধানসভায় বসে ব্লু-ফিল্ম দেখার ঘটনা ঘটেছে। সেবারও ধরা পড়েছিলেন বিজেপির দুই জনপ্রতিনিধি। দু’জনেই ছিলেন মন্ত্রী। ঘটনাটি ঘটেছিল কর্নাটক বিধানসভায়। সমালোচনার ঝড় ওঠায় দুই মন্ত্রীকেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। পরে অভিযোগ প্রমাণ না হওয়ার অজুহাত দেখিয়ে ফের দু’জনকেই পুনর্বহাল করে বিজেপি সরকার।