মানস দাস, মালদহ : বিধানসভা নির্বাচনের পর থেকেই নিখোঁজ ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি। দীর্ঘদিন অভিযোগ জানাচ্ছিলেন ইংরেজবাজার বিধানসভার মানুষজন। মালদহ জেলা বিজেপির নেতারাও জানেন না, তিনি কোথায়! বিধায়কের অনুপস্থিতিতে নানান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকেরা। অনেক ক্ষেত্রেই তাঁর শংসাপত্র লাগে। তাঁরা দিশেহারা। কেউ অতি কষ্টে বিধায়কের মোবাইল নম্বর জোগাড় করে ফোন করলেও, তিনি ধরেন না বলে অভিযোগ। বিধায়কের এহেন আচরণে চরম অস্বস্তিতে তাঁর দল। নির্বাচনী প্রচারসভায় উন্নয়ন নিয়ে কথার ফুলঝুরি ছোটালেও আর এখন তাঁর টিকি মিলছে না। শেষে বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরির নিখোঁজ, এই মর্মে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করলেন যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। নিখোঁজ হওয়ার পোস্টার নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদেও সরব হলেন। তাঁদের দাবি, অবিলম্বে নিখোঁজ বিধায়ককে খুঁজে বের করতে হবে। নইলে নাগরিকরা পরিষেবা পাবে না। তৃণমূল কংগ্রেস কর্মী অপর্ণা সেন জানান, বিধায়ক বেপাত্তা বলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই ওঁর নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। চেষ্টা করেও শ্রীরূপার সঙ্গে যোগাযোগ করা যায়নি।