নন্দীগ্রামে বিজেপির তাণ্ডব

Must read

সংবাদদাতা, নন্দীগ্রাম : ডেপুটেশনের নামে শুক্রবার নন্দীগ্রামের হরিপুর কৃষিমান্ডিতে তাণ্ডব চালাল বিজেপি। প্রকাশ্য দিবালোকে ১নং ব্লকের কৃষি সম্প্রসারণ আধিকারিক বিদ্যুৎবরণ মণ্ডলকে টেনে-হিঁচড়ে বেধড়ক মারা হল। অভিযোগের আঙুল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় বিজেপি নেতা মেঘনাদ পাল-সহ ১২ জনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন : Constitution Day: ভারতীয় সংবিধান দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী, অভিষেকের

নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর ৫ নম্বর অঞ্চলের কিছু মানুষ শুক্রবার হরিপুর কৃষিমান্ডিতে স্মারকলিপি দিতে যান কৃষিবীজ না পাওয়ার অভিযোগ নিয়ে। মিছিল শুরু হয় হরিপুর বাস স্ট্যান্ড থেকে। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতার অনুগামী বিজেপি নেতা মেঘনাদ পাল। মিছিল কৃষিমান্ডিতে যখন পৌঁছয় দফতর থেকে বেরোচ্ছিলেন বিদ্যুৎবরণ। মিছিলকারীরা তাঁকে বেধড়ক মারতে শুরু করে। ডেপুটেশনকারীদের আনা মাইকে হঠকারী কাজ না করার আবেদন জানানো হয়। কিন্তু কে শোনে কার কথা! এলাকা রণক্ষেত্রের চেহারা নেওয়ায় মেঘনাদ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিদ্যুৎবরণ জানান, তাঁকে ঘিরে ধরে সবাই পেটে বুকে লাথি-ঘুষি মেরেছে। তাঁকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের অভিযোগ, ‘একেবারে পরিকল্পনা করে বিজেপির গুন্ডাবাহিনী এ দিনের ঘটনা ঘটিয়েছে। আসলে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি নন্দীগ্রামে নতুন করে অশান্তি বাধানোর পরিকল্পনা করছে।’ বিজেপি নেতা মেঘনাদ পালের সাফাই, ‘এক সেকেন্ডের মধ্যে ঘটে গিয়েছে। বুঝতেই পারিনি। আমরা খুব ব্যথিত। মিছিলের মধ্যে থেকে হঠাৎ করে কারা কৃষি আধিকারিকের উপর হামলা চালাল, তা জানি না।’

Latest article