বেসুরো বিজেপি বিধায়ক, থাকছেন না দলীয় কর্মসূচিতে

Must read

উত্তর দিনাজপুর : বিধানসভা নির্বাচনের পর থেকেই ক্রমশ বেসামাল বিজেপি। দলত্যাগের হিড়িক পড়েছে, সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ-বিক্ষোভ। কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদানের ঠিক পরের দিনই বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাই নয়, রবিবার এক সাংবাদিক সম্মেলন করে দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও জানিয়ে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। রীতিমতো জেলা সভাপতি ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কৃষ্ণবাবু।

আরও পড়ুন-ফের অধিকারী-দুর্গে ভাঙন, দলত্যাগী ৫০ বিজেপি নেতা-কর্মী

তাঁর সরাসরি অভিযোগ, তাঁর সঙ্গে কোনও যোগাযোগই রাখেন না জেলা সভাপতি। তিনি নিজের পছন্দমাফিক কমিটি গঠন করছেন। তাঁর দাবি, একই কারণে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় দল ছেড়েছেন। দলের সাংসদ ও জেলা সভাপতিকে তীব্র কটাক্ষ করে কৃষ্ণ বলেন, ‘বিজেপি-র জেলা সভাপতি বাসুদেব সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলকে শক্তিশালী করবেন তিনি। রাজ্য ও কেন্দ্র নেতৃত্বের নিশ্চয়ই তাঁর ওপর আস্থা আছে। কিন্তু আমার সঙ্গে কোনও যোগাযোগ করেন না তিনি। সাংসদ ও জেলা সভাপতি মর্জিমাফিক কাজ করেন। তাই আমি দলের সমস্ত কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিলাম।’ অন্যদিকে, কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করার একদিন পরেই রায়গঞ্জের বিধায়ক বেসুরো হওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। কৃষ্ণ অবশ্য সে-সব নিয়ে কিছু খোলসা করলেন না। শুধু বললেন, ‘সময় সব কিছু বলবে। তবে আমি আজ থেকে বিজেপি-র সমস্ত কর্মসূচি থেকে সরে দাঁড়ালাম।’
এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘আমি আপনাদের থেকে বিষয়টি শুনলাম। কৃষ্ণবাবুর সঙ্গে কথা বলব।’

Latest article