সংবাদদাতা, বনগাঁ: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই বিজেপির ভাঙাহাট। দলছাড়ার হিড়িক পড়েছে, সেই সঙ্গে তুঙ্গে উঠেছে গোষ্ঠীকোন্দল। বনগাঁ বিজেপির গোষ্ঠীকোন্দলে জেরবার। অভিযোগ, ঘরভাড়া না পেয়ে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন খোদ দলেরই বিধায়ক। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। উত্তর ২৪ পরগনা বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার পার্টি অফিস বনগাঁ শহরের গান্ধীপল্লীতে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার বাড়ি ভাড়া নিয়ে করা হয়েছিল অফিস। শনিবার সন্ধ্যায় জেলা পার্টি অফিসের সম্পাদক সুবীর সেন পার্টি অফিসে তালা ঝোলানো দেখে দলীয় বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছে চাবি আনতে যান। ভাড়া না পাওয়ার কারণে চাবি দিতে অস্বীকার করেন বিধায়ক, তেমনই দাবি করেছেন সুবীর। তাঁর বক্তব্য, বিজেপির বিধায়ক বিজেপির পার্টি অফিসে তালা দিয়েছেন, এটা খুবই দুঃখজনক। পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব বিধায়ককে ফোন করেছিল এই বিষয়ের সমাধান করবার জন্য, কিন্তু উনি নাকি ফোনই ধরেননি।
যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক অশোক কীর্তনীয়া। বলেছেন, পার্টি অফিস সেক্রেটারী কী কারণে এমন কথা বলছেন, আমার জানা নেই। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভাড়া নিয়ে কোনও সমস্যা নেই।
বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাস জানিয়েছেন, এটা বিজেপির গোষ্ঠীকোন্দল। ওরা গোষ্ঠীকোন্দল থেকে কোনও দিনই বেরিয়ে আসতে পারবে না।
আরও পড়ুন-দুর্যোগ উপেক্ষা করেই জনসংযোগে শোভনদেব চট্টোপাধ্যায়