প্রতিবেদন : গরুপাচার (cattle smuggling) নিয়ে বড় বড় বক্তৃতা করা— গোমাতা বলা বিজেপির নেতারাও এবার গরুপাচারের সঙ্গে যুক্ত। সঙ্গে রয়েছে তোলাবাজির অভিযোগও। কুলটি বিধানসভার বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। কুলটি-৩ মণ্ডলের কাঞ্চন সিনহার সঙ্গে মণ্ডল সভাপতি ও অবজারভার বিভাস সিংয়ের কথোপকথনের একটি অডিও প্রকাশ্যে এনে বিজেপি বিধায়ক এবং তাঁর ছেলের গ্রেফতারির দাবি করেছেন।
আরও পড়ুন- রাজ্যের মানুষ শান্তি চায়, অন্যায় বরদাস্ত করা হবে না: রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী
অভিযোগ, আসানসোলের কুলটি এলাকায় গরুপাচারের সঙ্গে যুক্ত সেখানকার বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের (Ajay Poddar) ছেলে কেশব পোদ্দার। মাসে তিনি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা তোলেন। এদিন সমীর চক্রবর্তী বিজেপিকে একহাত নিয়ে বলেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আর তাঁর বিএসএফ গরুপাচারে সাহায্য করছে। দিল্লি থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এর সঙ্গে বিজেপি নেতারা যুক্ত। তিনি আরও বলেন, এই অডিও ক্লিপেই স্পষ্ট, বিধায়কের ছেলে প্রত্যেকদিন চার লক্ষ টাকা করে তুলছে৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রক জড়িয়ে আছে৷ আর এখানে এসে ৩৫ আসন টার্গেট করছে। এই ঘটনার প্রকৃত তদন্ত হোক। বিধায়ক ও তার ছেলেকে গ্রেফতার করা হোক। তাঁর সংযোজন, আমরা ইডি-সিবিআইকে চিঠি দেব না। ওরা তদন্ত করে এটা বার করুক। আমরা বিজেপির এই একপেশে রাজনীতি প্রকাশ্যে নিয়ে এলাম। একদিকে বলছেন গোমাতা, আর অন্যদিকে গরুপাচার (cattle smuggling) করছেন। এজেন্সির নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তোলেন সমীর।