রাজ্যের মানুষ শান্তি চায়, অন্যায় বরদাস্ত করা হবে না: রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী

Must read

আজ খুশির ইদ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Eid- Mamata Banerjee)। সেখান থেকে সম্প্রীতির বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, বাংলার মানুষ শান্তি চায়, কোনও অন্যায় বরদাস্ত করা হবে না। একইসঙ্গে বিজেপিকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সকলে মিলে একজোট হয়ে লড়াই করে কেন্দ্রের সরকার পরিবর্তনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতা বদল করতে সকলকে ভোট দেওয়ার আর্জিও জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় এদিন বলেন, দেশভাগের রাজনীতি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি আর সেই কারণে ভোটের আগে আবার এনআরসি প্রসঙ্গ উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়ে দেন ভারতের যেকোনও প্রান্তে এই নিয়ম চালু করার যতই চেষ্টা করুক না কেন বাংলায় এনআরসি করা যাবে না। বিগত কয়েকদিন রাজ্যজুড়ে যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সকলকে প্ররোচনা থেকে দূরে থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিতে থাকার আবেদন করেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দেশের সংবিধান এবং ইতিহাস বদলানোর অভিযোগ এনেও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আজ খুশির ইদ, আজ মৈত্রী ও সম্প্রীতির পরব

মুখ্যমন্ত্রী বলেন, সংবিধান ইতিহাস বদল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Eid- Mamata Banerjee) বার্তা দেন, ভয় পাবেন না। কোন প্ররোচনায় পা নয়, সকলে মিলে শান্তিতে থাকুন। গদ্দারদের সঙ্গে লড়াই করতে হচ্ছে, মাথা উঁচু করে নিজেদের অধিকার রক্ষা করতে হবে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও বলেন, উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা তলানিতে ঠেকেছে।তবে বাংলাকে বিহার বা ইউপি করার চক্রান্ত সফল হবে না।

এদিন রেড রোডে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে ইদের শুভেচ্ছা জানান। সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী বিধায়ক জাভেদ আহমেদ খান, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্যরা।

Latest article