সংবাদদাতা, শিলিগুড়ি : ১৪৪ ধারা উপেক্ষা করে দলবল নিয়ে জোর করে অশান্তি সৃষ্টির চেষ্টা করলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি (BJP) বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। পুলিশ তাঁকে বাধা দিতে গেলেও জোর করেই ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ।
আরও পড়ুন-বদলার এয়ারস্ট্রাইক ইজরায়েলের, ইরানের পরমাণুকেন্দ্র টার্গেট, অশান্ত মধ্যপ্রাচ্য
পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রে বিজেপি কর্মীরা ডাবগ্রাম ফুলবাড়ি ৩০০ ও ৩০১ নং বুথে নির্বাচনী ২০০ মিটারের মধ্যে ঢুকে পড়েন বিজেপি বিধায়ক। এরপর তৃণমূল কর্মীরা পুলিশের কাছে বিধায়িকার বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন নির্দেশিকার বিষয়টি উল্লেখ করে। শিখার কড়া সমালোচনা করেছেন শিলিগুড়ির মেয়র মন্ত্রী গৌতম দেব।