তৃণমূলকে জেতাতেই ভোট দিলেন বার্নিশের বাসিন্দারা

ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল কংগ্রেসকে জেতাতেই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ালেন বাসিন্দারা।

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: দুর্দিনে পাশে দাঁড়িয়েছে তৃণমূল। ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল কংগ্রেসকে জেতাতেই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ালেন বাসিন্দারা। প্রথম দফার ভোটে এই ঘটনা একপ্রকার নজির হয়ে থাকল। কে মানুষের পাশে তা মানুষ বুঝেছেন প্রমাণ হয়ে গেল। ঝড়ে অনেকেরই নষ্ট হয়ে গিয়েছে জরুরি নথি। তার মধ্যে ভোটার কার্ডও রয়েছে। তাই যাঁরা ভোটার কার্ড পাননি তাঁরা স্লিপ হাতে নিয়েই গিয়েছেন ভোটকেন্দ্রে।

আরও পড়ুন-জোর করে ভোট কেন্দ্রে ঢুকে অশান্তির চেষ্টা বিজেপি বিধায়কের

লাইনে দাঁড়িয়েই বার্নিশের বাসিন্দারা প্রকাশ্যে জানিয়েছেন, ঝড়ে সবকিছু শেষ। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপির কেউ দেখতেও আসেনি। মৃতদের পরিবারও মোদি সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁরা স্পষ্ট বলেন, প্রধানমন্ত্রী ডেকেও আমাদের সঙ্গে দেখা করেননি। ধুপগুড়িতে সভা করতে এসে একবারের জন্যও আমাদের এলাকা নিয়ে কথা বলেননি। মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাই আমরা তৃণমূলকে জেতাতেই ভোট দিয়েছি।

Latest article