বিধানসভায় হামলা বিজেপি-র, আক্রান্ত তৃণমূল বিধায়ক, দায়ের হবে FIR

Must read

অধিবেশনের শেষ দিনে বিজেপির গুণ্ডামির জেরে উত্তাল পরিস্থিতি তৈরি হল রাজ্য বিধানসভায় (Assembly)। তৃণমূল বিধায়কদের (TMC MLA) লক্ষ্য করে হামলা চালাল বিজেপির বিধায়করা। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে বিধানসভার ভয়াবহ এই পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফোনে ফিরহাদ হকিমকে (Firhad Hakim) স্পিকারের কাছে অভিযোগ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির (Shuvendu Adhikari) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন – বনধে বাস ভাঙচুরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া পদক্ষেপের নির্দেশ

বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে সোমবার অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। সূত্রের খবর, দু পক্ষের মধ্যে হাতাহাতি, চড়, কিল, ঘুষিও চলতে থাকে। সংঘর্ষের জেরে নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারির ঘুষিতে নাক ফেটেছে ওই বিধায়কের। শুধু তাই নয়, ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের বিধায়করা। বিধানসভায় ভাঙচুরের পাশাপাশি সেক্রেটারিয়েট টেবিলের কাগজপত্রও কেড়ে নিতে যায় বিজেপি। পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এই গোটা ঘটনার খোঁজ নেন ফিরহাদ হাকিমকে ফোন করে। এবং ফোনেই তিনি নির্দেশ দেন স্পিকারের কাছে গোটা ঘটনার অভিযোগ দায়ের করার। এবং শুভেন্দু অধিকারির বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেন তিনি।

Latest article