প্রতিবেদন : হিন্দুত্বের স্বঘোষিত ঠিকাদার বিজেপির হাতে এবার কলঙ্কিত হল হিন্দু ধর্মের অন্যতম পবিত্র পরম্পরা ‘আরতি’ (Ganga Aarti)। বিজেপির অপদার্থতায় লজ্জায় মাথা হেঁট হল বাঙালির। কথায় কথায় হিন্দুত্বের জিগির তোলা, ‘খতরে মে হ্যায় হিন্দু ধরম’ বলে বিভাজন ও সাম্প্রদায়িকতার কুৎসিত রাজনীতি করা বিজেপি নেতারা যে আসলে মেকি হিন্দুত্বের পোস্টার বয় তা আরও একবার প্রমাণিত হল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর হাত ধরে। হঠাৎ উগ্র হিন্দুত্বের ঠিকাদারদের কর্মচারী হওয়া দলবদলু সৌমিত্র সস্তা প্রচারের লোভে না জেনে ভুলভাবে গঙ্গা আরতি করলেন। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের প্রশ্ন, এভাবে আর কতবার বিজেপি মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে? বিজেপি নেতা সৌমিত্র খাঁ বাঁদিকে (অ্যান্টিক্লক ওয়াইজ) প্রদীপ ঘুরিয়ে গঙ্গা আরতি করলেন চিরাচরিত প্রথার উল্টোপথে হেঁটে। হিন্দু ধর্মের প্রচলিত প্রথা হল, যে কোনও পুজোয় আরতি করা হয় ডানদিকে (ক্লকওয়াইজ) প্রদীপ ঘুরিয়ে। গঙ্গা আরতিও তার ব্যতিক্রম নয়। বেনারসের ঘাট সহ দেশের বিভিন্ন নদীঘাটে যেখানে আরতি হয় লক্ষ্য করলে দেখা যাবে সবই হয় ডানদিকে ঘুরিয়ে। কিন্তু একটি প্রকাশিত ভিডিওয় দেখা যাচ্ছে, সৌমিত্র উল্টোদিকে আরতি করছেন। আবার একইসঙ্গে বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার একদিন আগেই মিথ্যে অভিযোগ করেছিলেন, আরতি করতে দিচ্ছে না। অথচ সৌমিত্র খাঁ নির্বিঘ্নে আরতি করেছেন। নিজেদের এই স্ববিরোধিতা নিয়ে কী বলবে বঙ্গ বিজেপি! প্রশ্ন তৃণমূল কংগ্রেসের।
বেনারসের ধাঁচে কলকাতার বাবুঘাটে (বাজা কদমতলা ঘাটে) গঙ্গা আরতির (Ganga Aarti) পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবদিক বিবেচনা করে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে জায়গাটি প্রস্তুত করে তোলার নির্দেশ দিয়েছেন কলকাতা কর্পোরেশনকে। মেয়র ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়েছে। কিন্তু হঠাৎই প্রচারের আলোয় আসতে বাবুঘাটে গঙ্গাসাগরের অস্থায়ী ট্রানজিট পয়েন্টের কাছে আরতি করার হিড়িক পড়ে বিজেপি নেতাদের। এর সবই যে লোকদেখানো সস্তা প্রচারের লোভে সেদিন সুকান্ত মজুমদারের পরে এবার সৌমিত্র খাঁয়ের উল্টো আরতি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ছিঃ বিজেপি ছিঃ!
আরও পড়ুন-কার্যত বিচারপতি মান্থার এজলাস বয়কটের পথেই আইনজীবীরা