কার্যত বিচারপতি মান্থার এজলাস বয়কটের পথেই আইনজীবীরা

Must read

প্রতিবেদন : শুক্রবারও বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস কার্যত বয়কট করলেন কলকাতা হাইকোর্টের (Rajasekhar Mantha- Calcutta High Court) আইনজীবীরা। ফলে শুনানি হল না একাধিক মামলার। দেখা মিলল না কোনও সরকারি আইনজীবীরও। বিচারপতি মান্থার এজলাসের বাইরে টানা দু’দিনের অবস্থান বিক্ষোভ উঠে গেলেও বুধবারও অব্যাহত ছিল আইনজীবীদের একাংশের এজলাস বৈঠক। বৃহস্পতিবার ছুটির পর শুক্রবারও চলে সেই বয়কট। এদিন ৪০টি মামলা হয়েছে বিচারপতি মান্থার এজলাসে। কিন্তু অংশ নেননি কোনও সরকারি আইনজীবীই। আসানসোলের একটি মামলায় রিপোর্ট জমা দিল পুলিশই। একসময় এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি মান্থা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় অবশ্য বলেছেন, আমার উপর মামলায় হাজির না হওয়ার কোনও নির্দেশ নেই। এই এজলাসে আমার সব মামলাতেই অংশ নিচ্ছি। অন্য সরকারি আইনজীবীরা কী করছেন তা আমার জানা নেই। বয়কটকারী আইনজীবীরা কিন্তু স্পষ্ট জানিয়েছেন, আদালত, বিচারপতি এবং বিচারব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রয়েছে।
কিন্তু বিচারপতি মান্থার কিছু আদেশ এবং রায় নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে। এরই প্রতিবাদে আমাদের বয়কট আন্দোলন। এদিকে বার কাউন্সিলের চেয়ারম্যান এমকে মিশ্র এদিন জানিয়েছেন, হাইকোর্টের (Rajasekhar Mantha- Calcutta High Court) পরিস্থিতি খতিয়ে দেখতে কাউন্সিলের ৩ সদস্যের এক প্রতিনিধিদলকে পাঠানো হচ্ছে কলকাতায়।

আরও পড়ুন-আয়কর কর্তা ও এক শ্রেণির মিডিয়া গল্পের গরুকে গাছে তুলেছে

Latest article