সংবাদদাতা, জঙ্গিপুর : ‘সামনেই পঞ্চায়েত ভোট। যে কোনও দল নির্ভয়ে প্রার্থী দিতে পারবে। মানুষও স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন।’ ২১ জুলাই ধর্মতলার শহিদ দিবসের সমাবেশ নিয়ে বৈঠকে এই বার্তা দেন এলাকার বিধায়ক জাকির হোসেন। বিজেপি-কে (BJP- Social Media) কটাক্ষ করে বলেন, ‘বাংলায় এই দলটার লোকজন নেই। মাঠে-ময়দানে কাউকে দেখা যায় না। সোশ্যাল মিডিয়ার (BJP- Social Media) মাধ্যমে সংগঠন চালাচ্ছে। ২০২৪ পর্যন্ত মোদি সরকার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে চাপ দেবে। তার মধ্যেও আমাদের লড়ে যেতে হবে।’ বৈঠকে ছিলেন সাংসদ খলিলুর রহমান, পুরপিতা মফিজুল ইসলাম, রঘুনাথগঞ্জ ১ ব্লক সভাপতি গৌতম ঘোষ প্রমুখ। দু’বছর পর ধর্মতলায় প্রকাশ্য সমাবেশে জেলার কর্মী-সমর্থকদের কী কর্মসূচি থাকবে তা নিয়েই হয় বৈঠক। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে দলের পরিকল্পনা জানান বিধায়ক। বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন হবে, মানুষও ভোট দেবেন। জঙ্গিপুরে যে কোনও দল নির্ভয়ে প্রার্থী দিতে পারবে। আসন্ন পঞ্চায়েত ভোটে দলের তরফে কোনও দাওয়াই বা টোটকা থাকবে না। আমি চাই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন। দুর্গাপুজোর পরই জেলার বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত ভোট নিয়ে শুরু হবে জোরালো প্রচার এবং এলাকাভিত্তিক সম্মেলন।’
আরও পড়ুন: এবার একুশে ভেঙে দেব আমাদেরই রেকর্ড