২৩ শতাংশ বৃদ্ধি

Must read

মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে দৈনিক করোনা (Coronavirus- India) আক্রান্তের সংখ্যা ২৩ শতাংশ বাড়ল। প্রায় প্রতিটি রাজ্যেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। যা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাকে সামনে এনেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus- India) আক্রান্ত হয়েছেন ১৬,১৫৯ জন। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে করোনা অ্যাকটিভ কেসও। বর্তমানে গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৬ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছেন ২৮ জন। করোনা পজিটিভিটির হার বেড়ে হয়েছে ৩.৫৬ শতাংশ। তবে সবচেয়ে উদ্বেগে ফেলেছে মহারাষ্ট্র। কারণ শেষ ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০৩ শতাংশ। অন্যদিকে দিল্লিতে পজিটিভিটির হার বেড়ে হয়েছে ৫.২৫ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫৩৯৪ জন। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।

আরও পড়ুন: অমরনাথ যাত্রীদের ভিড়ের উপর আচমকাই নামল হেলিকপ্টার, আতঙ্কে পুণ্যার্থীরা

Latest article