সংবাদদাতা, অশোকনগর : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারই অভিযোগ করেছিলেন, আবাস যোজনায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুরে, আর তার নেপথ্যে রয়েছেন বর্তমান বিরোধী দলনেতা। এর বাইরেও দুর্নীতিতে নাম জড়াচ্ছে বিজেপির লোকজনের। এবার হাবড়ার গুমায় বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম উঠে এল।
আরও পড়ুন-কন্যাশ্রী যোদ্ধা আজমিরার প্রয়াণে বন্ধুহীন নাবালিকারা
অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের নাম লক্ষ্মী মজুমদার। উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৪৭ নম্বর বুথের ঘটনা। গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১০টি আসনের সাতটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও পঞ্চায়েতটিতে তিনজন বিজেপি সদস্য আছেন। অভিযোগ, তাঁদেরই একজন লক্ষ্মী মজুমদার। তাঁর স্বামী বিকাশ মজুমদার রঙের কনট্রাক্টর। তাঁদের সুসজ্জিত পাকাবাড়ি রয়েছে। তা সত্ত্বেও গুমা ১ নম্বর পঞ্চায়েতে আবাস যোজনার যে তালিকা বেরিয়েছে সেখানে ১৭৩ নম্বরে ওই বিজেপি সদস্য লক্ষ্মী মজুমদারের নাম রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। যখন আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে গেরুয়া শিবির রাজনৈতিক হাওয়া গরমের চেষ্টা করছে, তখন বিজেপির অর্থনৈতিকভাবে সচ্ছল পঞ্চায়েত সদস্যার নাম তালিকায় থাকায় বেকায়দায় পড়েছে বিজেপি শিবির।