নয়াদিল্লি : ১৮২ আসনের গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election- BJP) গেরুয়া শিবির প্রথম দফার ১৬০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করার পরই তৈরি হয়েছে বিতর্ক। মোদি-শাহের দল যে কী ভয়ঙ্কর সংখ্যালঘু বিদ্বেষী তার নমুনা তাদের গুজরাতের প্রার্থীতালিকাই। সংখ্যালঘু খুন, ধর্ষণে জড়িত অপরাধীদের প্রকাশ্যে প্রশংসা করা বিধায়কও যথারীতি প্রার্থী হয়েছেন। দাঙ্গায় জড়িত ব্যক্তির মেয়েকে প্রার্থী করেছে বিজেপি। উদ্দেশ্য একটাই। ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন করে ভোটে জেতা। ফলে বিলকিস বানোর ঘটনা বা নারোদা পাটিয়ার হত্যাকাণ্ড থেকেও রাজনৈতিক ফায়দা পেতে চাইছে বিজেপি।
আরও পড়ুন-হিমাচলে ২৩% প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা
কুখ্যাত নারোদা পাটিয়া হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া মনোজ কুকরানির মেয়ে পায়েল কুকরানিকে এবার প্রার্থী করেছে বিজেপি (Gujarat Assembly Election- BJP)। ২০০২ সালে নারোদা পাটিয়া গণহত্যায় যাবজ্জীবন কারাদণ্ড হয় মনোজ কুকরানির। পরে স্বাস্থ্যজনিত কারণে জামিন পান তিনি। সেই নারোদা বিধানসভা কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দাঙ্গা ও গণহত্যার নায়কের মেয়ে। এর পাশাপাশি বিলকিস বানোর গণধর্ষণ ও তাঁর শিশুকন্যা সহ পরিবারের সদস্যদের খুনের দায়ে সাজাপ্রাপ্তদের প্রশংসা করে ‘সংস্কারী ব্রাহ্মণ’ বলেছিলেন যিনি, সেই বিজেপি বিধায়ক চন্দ্রসিন রাউলজি এবারেও প্রার্থী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন গোধরা কেন্দ্র থেকে। মোদি নিজে নারী সুরক্ষা নিয়ে বাগাড়ম্বর করেন। আর তা যে কতটা মিথ্যে নাটক, ধর্ষকদের সার্টিফিকেট দেওয়া ব্যক্তিকে টিকিট দিয়ে আবার তা প্রমাণ করল বিজেপি।
এই নিয়ে কড়া তোপ দেগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইটারে লেখেন, বিলকিস বানো গণধর্ষণ এবং একাধিক হত্যাকাণ্ডে দোষীদের সংস্কারী ব্রাহ্মণ বলা গোধরার বিজেপি বিধায়ককে ফের মনোনীত করা হয়েছে। এটাই প্রকৃত গুজরাত মডেল। ঘৃণা ছড়াও এবং হত্যা করো। তাহলেই মিলবে পুরস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও গুজরাতের বিজেপির প্রার্থীতালিকা নিয়ে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, বিজেপির ভারত কখনওই মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল নয়। চন্দ্রসিংহ রাউলজি, যিনি বিলকিস বানোর ধর্ষকদের ‘সংস্কারী ব্রাহ্মণ’ বলে অভিহিত করেছেন, তিনি গোধরা থেকে বিজেপির নির্বাচিত প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমাদের দেশের মহিলাদের কি এইসব নেতাই প্রাপ্য?
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…