হিমাচলে ২৩% প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা

Must read

প্রতিবেদন : দুই-একটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া মোটের উপর নির্বিঘ্নে মিটল হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Election)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, শনিবার রাজ্যে ভোট পড়েছে ৬৬ শতাংশের কিছু বেশি। রাজ্যের ৬৮টি বিধানসভা আসনে একই দিনে ভোট নেওয়া হল। ৮ ডিসেম্বর ভোটগণনা। এবারের নির্বাচনে (Himachal Pradesh Assembly Election) উল্লেখযোগ্য বিষয় হল, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা মোট প্রার্থীর প্রায় ২৩ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। বিজেপির ৬৭ জন প্রার্থীর মধ্যে ১২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। রাজ্যে এবার মোট প্রার্থী সংখ্যা ৪১২। যার মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। রাজ্যের নির্বাচনে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ৫৫ শতাংশই কোটিপতি। কংগ্রেসের প্রার্থীদের মধ্যে ৯০ শতাংশ এবং বিজেপির ৮২ শতাংশ প্রার্থী কোটিপতি। কংগ্রেসের ৬১ এবং বিজেপির ৫৬ জন কোটিপতি প্রার্থী লড়াইয়ে ছিলেন। আম আদমি পার্টির ৫২ শতাংশ প্রার্থী কোটিপতি। কোটিপতি প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন বিজেপির বলবীর সিং। তাঁর সম্পদের পরিমাণ ১২৮ কোটি টাকা।

আরও পড়ুন-মিডিয়া ট্রায়াল ভয়ঙ্কর: প্রধান বিচারপতি

Latest article