হাওড়া : ঘুসুড়ির রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তে মৃতদের শরীরে কোনও মদের অস্তিত্ব মেলেনি। তবুও এই ব্যাপারে আরও নিশ্চিত হতে মৃতদের ভিসেরা পরীক্ষা করাচ্ছে পুলিশ। তবুও এই ঘটনাকে ঘিরে পুলিশের ওপর হামলা চালিয়ে গোলমাল পাকাচ্ছে বিজেপি। শুক্রবার বিকেলে হঠাৎই বিজেপির কিছু কর্মী মিছিল করে এসে পুলিশের ওপর হামলা চালায়।
আরও পড়ুন-আগুন থেকে বাঁচতে ঝাঁপ মহিলার, লুফে নিয়ে রক্ষা
পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট পাটকেল ছোঁড়ে। পুলিশ কমিশনারকে ডেপুটেশন দেওয়ার নাম করে এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে ওই মিছিল শুরু হয়। এই কর্মসূচীর কথা আগাম কিছু না জানানোয় হাওড়া ময়দানের কাছে ওই মিছিল পুলিশ আটকেয়দিতেই পুলিশের ওপর হামলা শুরু করে উন্মত্ত বিজেপি কর্মীরা। একজন ডিসি পদমর্যাদার অফিসার স্মারকলিপি নিতে এলেও তাঁর হাতে ডেপুটেশন জমা দেননি বিজেপির কর্মীরা। উল্টে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে। সেইসঙ্গে ধৃত ব্যক্তি প্রতাপ কর্মকার নয় বলেও বিজেপি দাবি করতে থাকে। এই বিষয়েও আদালতের দারস্থ হবার কথা জানায় বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন-তিন প্রধানকে বঙ্গবিভূষণ, চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
এই প্রসঙ্গে এলাকার বিধায়ক গৌতম চৌধুরি বলেন ‘পুলিশ কমিশনারের নেতৃত্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। এই অবস্থায় পুলিশের ওপর হামলা চালিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। তদন্ত প্রক্রিয়াটাই বানচাল করে দিতে চাইছে ওরা।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…