সংবাদদাতা, সিউড়ি : পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের নামে উচ্ছৃঙ্খলতা বিজেপির। বৃহস্পতিবার সিউড়িতে। বিজেপির পক্ষ থেকে বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে মিছিল করে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তারা মিছিল করে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে, পুলিশকে ধাক্কা মেরে ফেলে, সামনের রাস্তা অবরোধ করে জনজীবন স্তব্ধ করে দিল। নেতৃত্ব দিলেন বীরভূম বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা। বিজেপি জানিয়েছিল, ব্যারিকেডের কাছে এসেই কর্মীরা দাঁড়িয়ে যাবে এবং পাঁচজন প্রতিনিধি এসপি অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেবে।
আরও পড়ুন-রোহিত-জাদেজার ব্যাটে চাপ কাটল, অভিষেক টেস্টেই বাজবল সরফরাজের
কিন্তু নেতাদের কথা কর্মীরা যে শোনে না বৃহস্পতিবার বিজেপির বিক্ষোভ মিছিল তা প্রমাণ করে দিল। দু-একজন নেতা কর্মীদের বারবার হাত তুলে ব্যারিকেড না ভাঙার আবেদন করেছিলেন বটে কিন্তু তাতে কাজ হয়নি। উল্টে, মহিলা পুলিশ কর্মীদের কাদার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে এসপি অফিসের গেটের কাছে পৌঁছে যায়। ধ্রুব সাহা পুলিশকে হুমকি দিয়ে বলে, বিজেপির কথা না শুনলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লেলিয়ে দেওয়া হবে। পোশাক খুলে নেওয়ারও হুমকি দেওয়া হয়। বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলে নিজস্ব কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সেই বিক্ষোভ সুশৃঙ্খলভাবে হওয়াটাই কাম্য। বিজেপির জনসমর্থন নেই, তাই গোলমাল পাকিয়ে টিভির মাধ্যমে বেঁচে থাকতে চাইছে।