নয়াদিল্লি : সেন্ট্রাল ডেপুটেশন রিজার্ভ বা সিডিআর রিপোর্টের তথ্য থেকে সম্প্রতি জানা গিয়েছে, আইপিএস অফিসারদের (IPS Officer Central Deputation) কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোয় পুরোপুরি ব্যর্থ বিজেপি শাসিত ডাবল ইঞ্জিনের রাজ্যগুলি। কেন্দ্রীয় ডেপুটেশনে কতজন অফিসারকে পাঠাতে পারবে রাজ্য, তা স্থির করে সিডিআর। একাধিকবার অবিজেপি রাজ্যগুলির বিরুদ্ধে পর্যাপ্ত অফিসার কেন্দ্রীয় ডেপুটেশনে না পাঠানোর অভিযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, সেদিক থেকে এগিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিই।
আরও পড়ুন-২৭ মাসে সর্বনিম্ন বিদেশি মুদ্রার সঞ্চয়, আর্থিক বিপর্যয়ের আশঙ্কা
সম্প্রতি অল ইন্ডিয়া সার্ভিস আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে মোদি সরকার। এই সংশোধনী প্রকাশিত হওয়ার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধী দল শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানে বলা হয়েছে, এবার থেকে যে অফিসারকে কেন্দ্র চাইবে, তাঁকে সেই রাজ্যের ক্যাডার তালিকা থেকে অনিচ্ছা সত্ত্বেও দ্রুত মুক্ত করে দিতে হবে। অর্থাৎ এখানে রাজ্যগুলির কোনও সিদ্ধান্ত খাটবে না। কেন্দ্র চাইলেই যে কোনও অফিসারকে ডেপুটেশনে নিতে পারবে। সিডিআর রিপোর্টে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত দুই রাজ্য, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সবচেয়ে কম অফিসার পাঠিয়েছে কেন্দ্রীয় ডেপুটেশনে। নিয়ম অনুযায়ী, কোনও রাজ্যের পুলিশ সুপার বা তাঁর থেকে উচ্চপদস্থ আধিকারিকদের ৪০ শতাংশ আইপিএসকে পাঠাতে হয় কেন্দ্রীয় ডেপুটেশনে। যদিও হরিয়ানা পাঠিয়েছে মাত্র ১৬.১৩ শতাংশ অফিসার অর্থাৎ মাত্র ৫ জনকে। উত্তরপ্রদেশে সিনিয়র আইপিএস ৫৪১ জন। সিডিআর (IPS Officer Central Deputation) নিয়ম লঙ্ঘন করে এর মধ্যে ১১৭ জনের বদলে উত্তরপ্রদেশের যোগী সরকার কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠিয়েছে মাত্র মাত্র ২৯.৯১ শতাংশ অর্থাৎ ৩৫ জনকে। তেলেঙ্গানা মাত্র ২০ শতাংশ অফিসারকে পাঠিয়েছে কেন্দ্রীয় ডেপুটেশনে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…