২৭ মাসে সর্বনিম্ন বিদেশি মুদ্রার সঞ্চয়, আর্থিক বিপর্যয়ের আশঙ্কা

Must read

প্রতিবেদন : মোদি সরকারের অপদার্থতায় ক্রমশই খালি হচ্ছে দেশের বিদেশি মুদ্রার (Foreign Currency) ভাণ্ডার। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সর্বশেষ জানিয়েছে, ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশে বিদেশি মুদ্রার সঞ্চয় ৩.৮৪৭ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে হয়েছে ৫২৪.৫২ বিলিয়ন ডলার। ২০২০ সালের জুলাই মাসের পর এটাই সর্বনিম্ন বিদেশি মুদ্রার সঞ্চয়। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে নেমে এসেছে তাতে আর্থিক বিধিনিষেধ জারি করা ছাড়া এই সঙ্কট নিরসনের কোনও পথ নেই।

আরও পড়ুন-বিজেপি-শাসিত কর্নাটকে নগদ ঘুষ সাংবাদিকদের! তদন্তের দাবি উঠল

রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের ২৪ জুলাইয়ের পর ভারতের বিদেশি মুদ্রার (Foreign Currency) ভাণ্ডার কখনও এতটা কমেনি। শুধু বিদেশি মুদ্রার ভাণ্ডারই নয়, মজুত সোনার ভাণ্ডারও কমতে শুরু করেছে। এই মুহূর্তে যে পরিমাণ বিদেশি অর্থ সঞ্চিত আছে তা দিয়ে সাত থেকে আট মাসের আমদানি খরচ মেটানো যাবে।
১৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডারে ছিল ৫২৮.৩৭ বিলিয়ন ডলার। কিন্তু ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রার সঞ্চয় আরও কমে হয়েছে ৫২৪.৫২ বিলিয়ন ডলার। রিজার্ভ ব্যাঙ্কের এক আধিকারিকের কথায়, প্রতি মাসে ১৫ থেকে ১৮ বিলিয়ন ডলার করে বিদেশি মুদ্রার ভাণ্ডার হ্রাস পাচ্ছে। ফলে অবিলম্বে আমদানি কমিয়ে রফতানি বৃদ্ধির দিকে নজর না দিলে শ্রীলঙ্কার মতোই আর্থিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে মোদির ভারতকে।

আরও পড়ুন-স্বাস্থ্যে কতটা প্রভাব যাচাই না করেই কেন অনুমতি, উঠছে প্রশ্ন

Latest article