সংবাদদাতা, জলপাইগুড়ি : ফের বিজেপির রিসর্ট বিলাসিতা। তবে ব্যর্থ হল রিসর্ট পলিটিক্স (BJP- Resort Politics)। রাজ্যে হালে পানি না পেয়ে অন্য রাস্তা ধরার চেষ্টা করছে বিজেপি। কর্মীদের বিলাসিতা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা। কিন্তু উত্তরে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে রয়েছে চুরি-ডাকাতির অভিযোগ। তাতেই যা হওয়ার হয়ে গিয়েছে। একপ্রকার সমর্থক টানতে ব্যর্থ বিজেপির বারবারই জড়িয়ে পড়ছে বিতর্কে। বৈদিক ভিলেজের পর এবার উত্তরেও বিলাসবহুল রিসর্টে (BJP- Resort Politics) কৃষক সম্মেলন করল বিজেপি। বুধবার লাটাগুড়ির একটি বিলাসবহুল রিসর্টে দলের কর্মিসভা হয়। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদারের সাফাই, জলের দরে পাওয়া গিয়েছে তাই রিসর্টে সভা করেছেন। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। আত্মনির্ভর কৃষি, আত্মনির্ভর কৃষক এই স্লোগানকে সামনে রেখে ডুয়ার্সের লাটাগুড়ির একটি বিলাসবহুল রিসর্টে প্রশিক্ষণ পর্ব শুরু করেছে। এই প্রসঙ্গে বিজেপি নেতার সাফাইয়ের জবাবে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপের প্রতিক্রিয়া, এর থেকেই বোঝা যাচ্ছে বিজেপি কৃষকদের নিয়ে কতটা ভাবেন।