টেনিসেই থাকব: ফেডেরার

সন্তানদের সঙ্গে খেলব, অংশ নেব প্রদর্শনী ম্যাচেও

Must read

লন্ডন, ২১ সেপ্টেম্বর : যাবতীয় জল্পনার অবসান। নিজের শেষ টুর্নামেন্টে সিঙ্গলস নয়, ডাবলসে অংশ নেবেন রজার ফেডেরার (Tennis Player Roger Federer )। সুইস কিংবদন্তি নিজেই এ কথা জানিয়েছেন। ফেডেরার আরও জানিয়েছেন, অবসরের পরেও টেনিসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হচ্ছে না।
লন্ডনের বিখ্যাত ও-টু অ্যারেনায় শুক্রবার থেকে শুরু হচ্ছে লেভার কাপ। যা ফেডেরারের শেষ টুর্নামেন্ট। টিম ইউরোপে তাঁর সতীর্থ রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ এবং অ্যান্ডি মারে, স্টেফানোস সিসিপাসরা। এই প্রথমবার টেনিসের ‘বিগ ফোর’-কে একই দলের হয়ে খেলতে দেখা যাবে। ফেডেরার আগেই লন্ডনে পৌঁছে গিয়েছিলেন। তাঁর বাকি সতীর্থরাও একে একে পৌঁছে যাচ্ছেন। বুধবার যেমন জকোভিচ ও মারের সঙ্গে টেনিস কোর্টে দেখা হয়ে গেল ফেডেরারের।

চোটের জন্য দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন। একটা সময় লেভার কাপেও ফেডেরারের খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। যদিও এদিন ফেডেরার (Tennis Player Roger Federer ) জানিয়ে দিলেন, ‘‘খুব ভাল প্র্যাকটিস করছি। এতটাই ভাল যে, নিজেই অবাক হয়ে গিয়েছি। তবে সিঙ্গলস নয়, আমি ডাবলসে খেলব।’’ তাঁর সংযোজন, ‘‘অবসরের পরেও খেলা চালিয়ে যাব। আমার সন্তানদের সঙ্গে টেনিস খেলব। বন্ধুদের সঙ্গে খেলব। প্রদর্শনী ম্যাচেও অংশ নেওয়ার পরিকল্পনা আছে। টেনিসের প্রচারের জন্য বিশ্বের সেই সব জায়গায় যেতে চাই, যেখানে আগে কখনও খেলিনি।’’
তিনি আরও বলেন, ‘‘পরিবারের সঙ্গে অনেক বেশি করে সময় কাটাব। আমি ঘুরতে ভালবাসি। বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিবারের
সঙ্গে বেড়াতে যাব। অবসর পরবর্তী জীবন নিয়ে আমার নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে।’’

Latest article