বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে হাইকোর্টে দেওয়া জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী জানিয়ে দেন এটি বিচারাধীন বিষয়, এ বিষয় মন্তব্য করবেন না। তবে, ভোট পরবর্তী হিংসা নিয়েও মুখ খুলেছেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, বিজেপি মিথ্যে অভিযোগ করছে।
আরও পড়ুন-কেন ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস ঘোষণা করা হল? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এরপরে পুরনো দিনের হিন্দি গানের লাইন উদ্ধৃত করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “ঝুট বোলে কাউয়া কাটে”। মমতার কথায়, “ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি। যা অশান্তি হয়েছে তা নির্বাচনের আগে। সে সময় নির্বাচন কমিশনের অধীনে ছিল রাজ্যের আইনশৃঙ্খলা। অন্যায় ভাবে রাজ্যকে দোষারোপ করা হচ্ছে।”
মুখ্যমন্ত্রী বলেন, এনএইচআরসি-র দলে যিনি ছিলেন, তিনি বিজেপি নেতা। তাঁর ছবিও টুইটারে পোস্ট হয়েছে। এই বিষয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলে যে আতিফ রশিদ রয়েছেন, তিনি দিল্লির বিজেপি কর্মী। আগে তিনি দিল্লির বিজেপির সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট ছিলেন।
আরও পড়ুন-শিক্ষকদের সুবিধামতো বদলির জন্য চালু হচ্ছে ‘উৎসশ্রী’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
গত বৃহস্পতিবার এই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেয় এনএইচআরসি। তখনই এই বিষয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। এদিন আদালতের সওয়াল জবাবের সময় রাজ্য সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি মানবাধিকার কমিশনের রিপোর্টকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন।