রেকর্ড পাশ উচ্চ মাধ্যমিকে, ৪৯৯ পেয়ে প্রথম স্থানে মুর্শিদাবাদের রুমানা সুলতানা

Must read

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। করোনা অতিমারী পরিস্থিতির জেরে এবার হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কমেছে ভালো রেজাল্টের সংখ্যা। যদিও সর্বোচ্চ প্রাপ্ত নম্বরে রেকর্ড হয়েছে। এই প্রথম উচ্চ মাধ্যমিকের ৫০০-র মধ্যে সর্বোচ্চ ৪৯৯ পেলেন কোনও পরীক্ষার্থী। রেকর্ড হয়েছে পাশের হারেও।

মেধা তালিকা না থাকলেও ৫০০-এর মধ্যে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়ে “প্রথম” হয়েছেন মুর্শিদাবাদ জেলার কান্দির মেধাবী ছাত্রী রুমানা সুলতানা। বিকেল ৪টের পর ওয়েবসাইটে ফলাফল দেখার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন রুমানা ও তাঁর পরিবারের লোকেরা।

আরও পড়ুন-সত্যের কণ্ঠরোধ করার প্রতিবাদে মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় রুমানা সুলতানা জানান, ভবিষ্যতে সে রিসার্চ করতে চায়। ছোটবেলা থেকেই রুমানার স্বপ্ন ছিল বড় হয়ে বিজ্ঞানী হওয়ার। উচ্চমাধ্যমিকের দুর্দান্ত ফলাফলের পর সেই পথেই হাঁটতে চায় রুমানা। উচ্চ মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ না হলেও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ৯৭.৭০ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন এ বার। এর মধ্যে কলা বিভাগে ৯৮.৪৭ শতাংশ, বিজ্ঞান বিভাগে ৯৯.২৮ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৯৯.০৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছেন। কমেছে ‘ও’ গ্রেড পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা। মোট ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জনের মধ্যে ৯ হাজার ১৩ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।” মহুয়া আরও জানান, “২০২০ সালে ‘O’ গ্রেড পেয়েছিলেন ৩০ হাজারের বেশি ছাত্র-ছাত্রীরা। অর্থাৎ এ বছরের তুলনায় প্রায় ৪ গুণ বেশি।”

আরও পড়ুন-কেন ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস ঘোষণা করা হল? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রাপ্ত নম্বর যাঁদের ৮০-৮৯ শতাংশ সেই ‘এ প্লাস’ গ্রেড পাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যাও কমে প্রায় অর্ধেক হয়েছে। গত বছর ৮৪ হাজার ৭৪৬ জন ‘এ প্লাস’ পেয়েছিলেন। এ বছর সেই সংখ্যা কমে হয়েছে ৪৯ হাজার ৩৭০। বদলে বেড়েছে ‘বি প্লাস’ গ্রেড অর্থাৎ ৬০-৭৯ শতাংশ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা।

উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২জন। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ। এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬জন পরীক্ষার্থী। ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯। ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে এককভাবে প্রথম মুর্শিদাবাদের ছাত্রী।

Latest article