প্রতিবেদন : নীতিহীন, অশুভ, অনৈতিক জোট আবার প্রকাশ্যে। পঞ্চায়েত (Panchayat) ভোটের আগে ঝুলি থেকে বেরিয়ে এল বিড়াল। বাম-বিজেপি সখ্য দিনের আলোয় পরিষ্কার। এবার বামেদের যে সভায় বিজেপি নেতা উপস্থিত, সেই সভায় আবার রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র উপস্থিত।
আরও পড়ুন-এই যে অধীর আপনাকে বলছি শুনুন
বৈঠকটি ছিল পঞ্চায়েতে দলের নীতি নির্ধারণ নিয়ে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে বলতে হয় নির্বাচনী রণকৌশল নির্ধারণ করার বৈঠক। বাঁকুড়ার খাতড়ায় একটি বেসরকারি লজে সভাটি হয়। সভার মূল বক্তা ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। আর সেখানেই দেখা যায় রানিবাঁধের বিজেপির মণ্ডল সহসভাপতি লব মণ্ডলকে। তিনি বৈঠকে ছিলেন। কীভাবে ভোট করানো হবে সেই স্ট্র্যাটেজিতেও অংশ নেন। লব এক সময় সিপিএম করলেও এখন মণ্ডল সভাপতি হয়ে গেরুয়া শিবিরের হোমরা-চোমরা নেতা। তিনি কী করছিলেন? প্রবল অস্বস্তিতে দুই পক্ষই। কী বলবেন সূর্য?