আমাকেও কিনতে চেয়েছিল বিজেপি, বোমা ফাটালেন সায়ন্তিকা

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়া ২ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে এসে বুধবার বোমা ফাটালেন রাজ্য তৃণমূল সম্পাদিকা নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বিজয়া সম্মেলন উপলক্ষে প্রায় দুশো প্রবীণকে সংবর্ধনা, শ্রদ্ধা জানানো হল। সাতটি অঞ্চলের কয়েক হাজার কর্মী-সমর্থকদের এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন সায়ন্তিকা (Sayantika Banerjee) ছাড়াও বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, তালডাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার-সহ তৃণমূলের শাখা সংগঠনগুলির জেলা সভাপতিরা। উপস্থিত নেতাকর্মীদের সাবধান করে দিয়ে সায়ন্তিকা বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি দল ভাঙতে চাইবে। কিনে নিতে চাইবে নেতা ও কর্মীদের। আপনারা সাবধান। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ২০২১ নির্বাচনের আগে যখন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম, আমাকেও মোটা টাকার অফার দিয়েছিল বিজেপি। করোনা পরিস্থিতিতে দু’বছর অভিনয়ের কাজ ছিল না। মা বাবা-সহ আমার পরিবার রয়েছে। আমি বাড়ির একমাত্র মেয়ে। সব কিছু আমাকেই দেখতে হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি আমাকে কিনতে চেয়েছিল। আমি চিন্তা করি, টাকা নেব, কয়েক মাসেই শেষ হয়ে যাবে। তারপর জনতার সামনে এবং মিডিয়ার সামনে, আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নাম করতে পারব! বলতে পারব কোনও কাজ হয়নি এই রাজ্যে! এই মিথ্যে কথা বলে আমি কি বাড়ি ফিরে আয়নায় নিজের মুখ দেখতে পারব? নিজেকে সংযত করি। ওদের ফাঁদে পা দিইনি। আজ আমি গর্বিত। বাঁকুড়া এসেছি, লড়াই করেছি, হেরেছি, কথা দিয়েছিলাম বাঁকুড়া ছেড়ে যাব না। সে কথাও রেখেছি। মানুষ আমাকে ভালবাসে। কিন্তু আমি কি অন্যায় করেছিলাম সেদিন যে আমাকে হারিয়ে দিলে? আমাকে নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলে! কী দোষ ছিল তাঁর? এবার ভুল শুধরে নিতে হবে। সামনে পঞ্চায়েত নির্বাচন। সমস্ত দ্বন্দ্ব ভুলে ১০০ হয়ে লড়াই করে জয়ী হতে হবে। তারপরেই লোকসভা নির্বাচনে লড়তে হবে এই স্লোগান সামনে রেখে “চৌকিদারের হটিয়ে গদি, দিল্লি যাবে হাওয়াই চটি।”

আরও পড়ুন: বিজেপির সমালোচনায় মুখর সুখেন্দুশেখর 

Latest article