সংবাদদাতা, শিলিগুড়ি : পুরভোটের মধ্যে দিয়ে পাহাড়ে ফিরেছে গণতন্ত্র। এবার জিটিএ এবং সমতলে ত্রিস্তর মহকুমা পরিষদের ভোট। আর সেই ভোটকে বাধা দিচ্ছে বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চা। অস্থিরতা তৈরি করে পাহাড়ের উন্নয়নকে আটকে রাখতে চাইছে এরা। এ নিয়ে গোপনে তারা আলোচনাও করছে। পাহাড়বাসী বুঝতে পেরেছেন জিটিএ নির্বাচন না হলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে না। দুটি রাজনৈতিক অশুভশক্তি এক্ষেত্রে বাধা দিচ্ছে তাই সাধারণ মানুষ এই নির্বাচনকে স্বাগত জানিয়েছে।
আরও পড়ুন-কলেজ খুলে হচ্ছে ক্লাস, নানান সাংস্কৃতিক উৎসব, কী উদ্দেশ্যে অনলাইন পরীক্ষা
আগামী ২৬ জুন পাহাড়ে জিটিএ নির্বাচন হচ্ছে। মঙ্গলবার জিটিএ নির্বাচন নিয়ে দার্জিলিং জেলাশাসকের দফতরে সর্বদলীয় বৈঠক হয়। এই বৈঠকেই মোর্চা ও বিজিবির পক্ষ থেকে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে। অন্য রাজনৈতিক দলগুলি জিটিএ নির্বাচনে সায় দিয়েছে। ২৬ জুন জিটিএ নির্বাচন হতে চলেছে এবং ২৯ জুন ভোট গণনা হবে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। তবে সমতলের তিনটি মৌজা জিটিএতে যুক্ত করেছে। সব মিলিয়ে ৪৫টি আসনে নির্বাচন হবে। প্রসঙ্গত, বিজেপি নিজেদের অস্তিত্ব হারিয়েছে পাহাড় থেকে। এমনকী বিজেপি সাংসদ রাজু বিস্তাকে সেভাবে পাহাড়ে আর দেখা যায় না। তাই একসময় সাংসদ নিরুদ্দেশের এফআইআরও হয়েছিল। ফলে পাহাড়ে বিজেপি আর কল্কে না পেয়ে নানা বাহানায় নিজেদের নির্বাচন থেকে সরিয়ে নিয়েছে।