বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : পাত্তাই পেল না পদ্ম। বিজেপি মুক্ত হল আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার সদর ও ফালাকাটা এই দুই পুরসভায় একটিও আসন জিততে পারল না বিজেপি। জয়ী তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এই জেলার মানুষ যেখানে বিগত লোকসভা ও বিধানসভা ভোটে দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল, সেই ভোটদাতারাই এবার একেবারে মুখ ফিরিয়েছেন বিজেপি থেকে। কারণ হিসেবে যেটা দুই পুরসভার ভোটারদের থেকে জানা গিয়েছে, সেটা হল বিগত লোকসভা ও বিধানসভার আগে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু কাজে একটিও করে দেখাতে পারেনি তারা। হয়নি কোনও উন্নয়ন। বিজেপি যে শুধু বসন্তের কোকিল নির্বাচনের আগে ভোট ভিক্ষা করতে গালভরা প্রতিশ্রুতি দেয় তা মানুষ আগেই বুঝেছিল। নির্বাচনের ফলাফলে তা আবার প্রমাণ হয়ে গেল। জেলার দুই পুরসভার মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাক্ষী হতে এগিয়ে এলেন। ২০টি ওয়ার্ডের মধ্য ১৬টি জিতেছে তৃণমূল (Trinamool Congress)।