বিজেপির পর্যবেক্ষক দল আসলে রাজনৈতিক পর্যটক, বলল তৃণমূল

এভাবেই কলকাতায় বিজেপির পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

Must read

প্রতিবেদন : বিজেপির পর্যবেক্ষক দল আসলে রাজনৈতিক পর্যটক। ওঁরা এখানে আসুন, বাংলার উন্নয়ন-কৃষ্টি-সংস্কৃতি ঘুরে দেখুন। সামনেই দুর্গাপুজো। পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরি হচ্ছে, সেগুলো দেখুন, ওঁদের সাদর আমন্ত্রণ। কিন্ত নবান্ন অভিযানের নামে যে তাণ্ডব-ভাঙচুর-গাড়িতে আগুন জ্বালানো-পুলিশ অফিসারকে মার— এসবই তো টিভির পর্দায় দেখা গেছে। ভিডিও রয়েছে। এখানে এসে কী দেখবেন! রাজনৈতিক পর্যটক হিসেবে ঘুরতে আসছেন আসুন।

আরও পড়ুন-মুখ পুড়ল বিজেপির। আলোচনার ভয়ে ফ্লোর ছেড়ে পালাল গেরুয়া শিবির * মুড নেই, না আসল কথা লোক নেই

এভাবেই কলকাতায় বিজেপির পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে তাঁর সংযোজন, যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখিমপুর-হাথরাস-উন্নাওয়ে যখন পরপর ধর্ষণ, খুন হয় তখন কোথায় থাকে বিজেপির পর্যবেক্ষক টিম? বাংলায় গণতন্ত্র রয়েছে, যে-কেউ আসতে পারেন। এই রাজ্যে অনেক দেখার আছে। ঘোরার জায়গা আছে। কলকাতা নিরাপদ শহর। তাই দেখতে আসছেন। বক্তব্য কুণাল ঘোষের। তাঁর সংযোজন, বিজেপির বর্বরোচিত আক্রমণে গুরুতর আহত পুলিশ অফিসার-সহ পুলিশ কর্মীদের যেন দেখে যান। আর ওঁরা তো আসছে শুভেন্দু কীভাবে পুলিশের গাড়িতে উঠে গেল সেটা দেখতে। আসলে ওঁরা মজা পেয়েছেন। খোরাক পেয়েছেন৷ তাই সার্কাস দেখতে আসছেন। ওঁরা এসে দেখুন সেদিনের তাণ্ডবে পুজোর মুখে ব্যবসায়ীদের কত ক্ষতি হয়েছে। মন্তব্য কুণালের।

Latest article